মানুষ ও প্রকৃতি ২৩
সিস্টেমটি প্রাথমিকভাবে পোয়াং হ্রদে ৭০ টিরও বেশি প্রজাতির পাখি পর্যবেক্ষণ করে এবং পাখির সংখ্যা গোনে। এমনকি এখানকার জলাভূমির গভীরে পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হচ্ছে স্মার্ট ড্রোন।
ড্রোনগুলোর সঙ্গে যুক্ত আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যা তাৎক্ষণিকভাবে পাখি শনাক্তকরণ সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে পরিযায়ী পাখির যাবতীয় তথ্য সংরক্ষণ করতে পারে।
প্রতিবেদন: ফয়সল আবদুল্লাহ
সম্পাদনা: শান্তা মারিয়া
প্রকৃতি সংবাদ
মিলু হরিণের শাবক
চীনের দেশীয় প্রজাতির হরিণ মিলু। এর আরেক নাম পিয়েরে ডেভিডস ডিয়ার। চলতি বছর চিয়াংসু প্রদেশে এই হরিণের নবজাতকের সংখ্যা বেড়েছে। সম্প্রতি বিষয়টি জানিয়েছে তাফেং মিলু ন্যাশনাল নেচার রিজার্ভ কর্তৃপক্ষ। বিস্তারিত শুনবেন প্রকৃতি সংবাদে।
চীনের মিলু হরিণ। একে পিয়েরে ডেভিডস ডিয়ার নামেও ডাকা হয়। বিশাল আকৃতির এই হরিণ এক সময় বিলুপ্ত হয়ে গিয়েছিল। চীন থেকে ইউরোপে এই প্রজাতির হরিণ নিয়ে গিয়েছিলেন পিয়েরে ডেভিড নামের একজন ফরাসি প্রকৃতি বিজ্ঞানী।হারব্রান্ড রাসেল নামে একজন ব্রিটিশ অভিজাত ব্যক্তি এই হরিণ তার খামারে পালন করেছিলেন। ১৯৮০ এর দশকে এই অভিজাত ডিউকের বংশধর চীনকে কয়েকজোড়া হরিণ উপহার দেন। সেই হরিণগুলো থেকে প্রজনেনর মাধ্যমে চীনের প্রকৃতিতে মিলু হরিণকে ফিরিয়ে আনা সম্ভব হয়।
জীববৈচিত্র্য রক্ষায় চীনের নিরলস প্রচেষ্টার ফলে এখন চীনে ৮হাজার ২০০টির বেশি মিল হরিণ রয়েছে। এদের মধ্যে বন্য অবস্থায় আছে সাড়ে তিন হাজারের বেশি। সম্প্রতি চিয়াংসু প্রদেশের তাফ্যং মিলু ন্যাশনাল নেচার রিজার্ভের কর্তৃপক্ষ জানিয়েছে চলতি বছর এই সংরক্ষিত পার্কে ৮২৫টি মিলু শাবকের জন্ম হয়েছে।
পরিবেশকর্মী ও বিজ্ঞানীদের অক্লান্ত চেষ্টায় চীনের প্রকৃতিতে এখন রয়েছে মিলু হরিণের মতো এক সুন্দর প্রাণী।
প্রতিবেদন: শান্তা মারিয়া
সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ
আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। একটু উষ্ণতার খোঁজে শীতল ভূমি থেকে দক্ষিণে উড়ে আসা পারিযায়ী পাখিদের নিরাপত্তা নিশ্চিত করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামি সপ্তাহে আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও পরিকল্পনা ও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ