বাংলা

মানুষ ও প্রকৃতি ২৩

CMGPublished: 2024-11-16 16:09:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

যা রয়েছে এবারের পর্বে

১. পরিযায়ী পাখির জন্য চীনে স্যাটেলাইট ট্র্যাকার

২. মিলু হরিণের শাবক

নিবিড় সবুজ অরণ্য। পাখির ডানা মেলার শব্দ। নীল আকাশ। দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই ।পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য।

সুপ্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠানে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া।

পরিযায়ী পাখির জন্য স্যাটেলাইট ট্র্যাকার চীনে

চীন মানেই প্রাকৃতিক বিস্ময়ের এক অপার ভুবন। আর দেশটির হাজার হাজার মাইল জুড়ে সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে লাখ লাখ পরিযায়ী পাখি। দিন দিন চীনের পরিবেশ ও প্রকৃতি যতই নির্মল হচ্ছে, ততই বাড়ছে এসব পাখির আনাগোনা। আর এসব যাযাবর পাখির চালচলন বোঝার জন্য চীনে গড়ে উঠেছে কিছু স্মার্ট প্রযুক্তির পর্যবেক্ষণ ব্যবস্থা। বিস্তরিত জানাচ্ছেন ফয়সল আবদুল্লাহ

পরিযায়ী পাখিদের গতিপথ ও চালচলন পরীক্ষা করতে এবার অভিনব প্রযুক্তি বেছে নিয়েছেন চীনা গবেষকরা। কিছু পাখির মধ্যে তারা জুড়ে দিয়েছেন ছোট আকারের ক্যামেরা ও স্যাটেলাইট ট্র্যাকার। অতিথি পাখিরা কোথায় পাড়ি জমাচ্ছে, কোথায় বিরতি নিচ্ছে—সমস্ত তথ্যই পাচ্ছেন গবেষকরা। অন্যদিকে, হবেই প্রদেশের ছাংচৌয়ের নানতাকাং জলাভূমিতে পাখিদের শব্দ, হাঁটাচলার সময়সীমা ও নানা ধরনের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত সেন্সরের সাহায্যে।

২০২২ সালে উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তুমুজি নেচার রিজার্ভ থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল একটি ধূসর সারস। পাখিটিকে সুস্থ করে তোলার পর ওটার শরীরে অতিক্ষুদ্র ক্যামেরা ও স্যাটেলাইট ট্র্যাকার জুড়ে দেন গবেষকরা। পাখির ওপর নজর রাখতে শুরু করে চীনের শক্তিশালী বেইতৌ স্যাটেলাইট সিস্টেম।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn