মানুষ ও প্রকৃতি ৯
বোন ম্যং ম্যং গত মাসে একটি শাবকের জন্ম দিয়েছে। তাকে আরামে ঘুমাতে দেখা যায়। ম্যং ম্যং এবং তার শাবক বেশ ভালোই আছে।
এই শাবকটি হলো চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর জায়ান্ট পান্ডা প্রতিষ্ঠানে এ বছর জন্ম নেয়া প্রথম পান্ডা।
জন্মদিনের কেকটি সাজানো হয়েছিল মজাদার ফল ও বাঁশ দিয়ে। সেইসঙ্গে তাদের বিশেষ উপহারও দেয়া হয়েছে।
প্রতিবেদন : শান্তা মারিয়া
সম্পাদনা: ফয়সল আবদুল্লাহ
সুপ্রিয় শ্রোতা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌছে গেছি আমরা।
আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা। আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি। আর নতুন বৃক্ষ রোপণ করি। আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি। এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া। আগামি সপ্তাহে আবার কথা হবে। চাই চিয়েন।
সার্বিক সম্পাদনা : ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী
লেখা, গ্রন্থনা ও উপস্থাপনা: শান্তা মারিয়া
অডিও পরিকল্পনা ও সম্পাদনা: হোসনে মোবারক সৌরভ