বাংলা

মানুষ ও প্রকৃতি ৯

CMGPublished: 2024-08-10 19:00:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশ্বের ১৩টি দেশে বাঘ বাস করে। এর মধ্যে অন্যতম চীন। গত কয়েক দশক ধরে চীনে জীববৈচিত্র সংরক্ষণমূলক ও পরিবেশ উন্নয়নে কাজ চলছে। এর ফলে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে নর্থইস্ট চায়না টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কে ২০টি সাইবেরিয়ান টাইগার এবং ১৫টি আমুর লেপার্ডের জন্ম হয়েছে।

অধ্যপক চিয়াং কুয়াংশুন আরও জানান ,"কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগরিদম প্রযুক্তির পরিপ্রেক্ষিতে, ড্রোন প্রযুক্তি, ভাইব্রেশন ফাইবার অপটিক প্রযুক্তি এবং শব্দ শনাক্তকরণ প্রযুক্তিসহ কিছু অত্যন্ত উন্নত ডেটা সংগ্রহ এবং সংক্রমণ প্রযুক্তিরও প্রয়োজন। এর জন্য আন্তঃবিভাগীয় গবেষণা প্রয়োজন। বন্যপ্রাণী গবেষণার সাথে এই আন্তঃবিভাগীয় প্রযুক্তিগুলিকে একীভূত করা প্রয়োজন। সুরক্ষা, বিশেষ করে বাঘ সুরক্ষা, সংরক্ষণের দক্ষতা বাড়ানোর জন্য এটা দরকার।"

সবুজ পৃথিবীর রাজকীয় সন্তান বাঘকে রক্ষা করার জন্য চীনের প্রচেষ্টা প্রশংসিত হয়েছে বাঘ দিবসের বিভিন্ন আলোচনায়।

প্রতিবেদন: শান্তা মারিয়া

সম্পাদনা: আফরিন মিম

একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান মানুষ ও প্রকৃতি। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবো প্রকৃতি সংবাদ

প্রকৃতি সংবাদ

বিশ্বের একমাত্র জীবিত ট্রিপলেট পান্ডার দশম জন্মদিন উদযাপিত

বিশ্বে একমাত্র জীবিত ট্রিপলেট পান্ডার দশম জন্মদিন সম্প্রতি উদযাপিত হয়েছে জমজমাটভাবে।

বিশ্বের একমাত্র জীবিত জায়ান্ট পান্ডা ট্রিপলেট ম্যং ম্যং, খু খু এবং শুয়াই শুয়াই তাদের দশম জন্মদিন উদযাপন করেছে। সম্প্রতি কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ সিটির ছিমেলং সাফারি পার্কে জমজমাট আয়োজনে এই তিন পান্ডার জন্মদিন পালন করা হয়। পার্ক কর্তৃপক্ষ পান্ডাদের জন্য বিশেষ মুখরোচক খাবারের আয়োজন করে। জায়ান্ট পান্ডার যমজ শাবক জন্ম দেয়ার সম্ভাবনা পঞ্চাশ-পঞ্চাশ। কিন্তু তাদের ট্রিপলেট বা তিন সন্তান একসঙ্গে জন্ম দেয়ার ঘটনা খুবই কম।

২০১৪ সালের অগাস্ট মাসে সারা বিশ্বে জায়ান্ট পান্ডার মাত্র তিনটি ট্রিপলেট জন্ম নেয়। ছিমেলং ট্রিপলেট হলো বিশ্বের একমাত্র জীবিত ট্রিপলেট।

এবারের জন্মদিনের পার্টিতে বড়ভাই শুই শুইকে একটি ঘূর্ণায়মান মঞ্চে দেখা যায়। ছোট ভাই খু খু একটি ট্রেনে চড়ে। ওই রাইডে তার খাবার দেয়া হয়েছিল।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn