মানুষ ও প্রকৃতি পর্ব ৬
পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষামূলক কাজের ফলে এখন বাড়ছে বন্য এশিয়ান হাতির সংখ্যা। ওরা নির্ভয়ে ঘুরে বেড়াতে পারছে ইয়ুননানের অরণ্যে।
বর্তমানে সারা বিশ্ব জলবায়ু পরিবর্তনের নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, যার প্রভাব আগামীর দিনগুলোতে আরও বাড়তে পারে।
একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান মানুষ ও প্রকৃতি। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবো প্রকৃতি সংবাদ
প্রকৃতি সংবাদ
মিইয়ুন জলাভূমিতে পাখির কাকলি
গ্রীষ্ম মৌসুমে এখন উত্তর ও পূর্ব চীনের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখিদের মেলা বয়েছে। বেইজিংয়ের মিইয়ুন জলাভূমিতে পরিযায়ী পাখিদের কথা রয়েছে প্রতিবেদনে।
বেইজিং এর মিইয়ুন জলাশয়ে এখন পাখির মেলা বসেছে। বিভিন্ন প্রজাতির তিন হাজারের বেশি পাখি এখানে বাস করছে। এরা মূলত পরিযায়ী পাখি। গ্রীষ্মের মনোরম আবহাওয়ায় এরা দক্ষিণ থেকে চলে এসেছে উত্তরে। এখন পাখিদের ডিম ফোটানোর মৌসুম চলছে।
বিভিন্ন পাখির বাসায় ডিম ফুটে বের হচ্ছে নতুন পাখির ছানা। পাখি মা-বাবা ব্যস্ত হয়ে পড়েছে শাবকদের খাবার খাওয়াতে। শীত আসতে আসতে এই শাবকরা বেশ শক্তপোক্ত হয়ে উঠবে এবং আবার দক্ষিণে পাড়ি দেয়ার সামর্থ্য অর্জন করবে।