দেহঘড়ি পর্ব-০৫৪
#চিকিৎসার খোঁজ
টিসিএম ও পশ্চিমা চিকিৎসার অসাধারণ সমন্বয় হয়েছে শাংহাই ইউয়ে ইয়াং হাসপাতালে
শাংহাই ইউয়ে ইয়াং ইন্টিগ্রেটেড ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন অ্যান্ড ওয়েস্টার্ন মেডিসিন হাসপাতালটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে। শাংহাই ইউনিভার্সিটি অব ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন-অধিভুক্ত এ হাসপাতালটি সর্বোচ্চ স্তরের এ শ্রেণির একটি চিকিৎসাপ্রতিষ্ঠান, যেখানে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাব্যবস্থা এবং পশ্চিমা চিকিৎসাব্যবস্থার অসাধারণ সমন্বয় ঘটেছে। এক হাজার ১৫০ শয্যার এ হাসপাতালটি ক্লিনিকাল কেয়ার, বৈজ্ঞানিক গবেষণা এবং চিকিৎসাশিক্ষা প্রদানে নিবেদিত। চীনের রাষ্ট্রীয় টিসিএম প্রশাসন এটিকে সমন্বিত টিসিএম ও পশ্চিমা চিকিৎসাব্যবস্থার গুরুত্বপূর্ণ জাতীয় হাসপাতাল হিসাবে স্বীকৃতি দিয়েছে।
শাংহাই ইউয়ে ইয়াং ইন্টিগ্রেটেড ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন অ্যান্ড ওয়েস্টার্ন মেডিসিন হাসপাতালটি তিনটি ক্যাম্পাস এবং চারটি শাখা নিয়ে গঠিত। এর প্রধান ক্যাম্পাস অবস্থিত দা বাই-শু কেন্দ্রে এবং বাকি দুটি ছিন হাই সড়কের বিশেষজ্ঞ ক্লিনিক এবং শাংহাই আকুপাংচার মেরিডিয়ান ইনস্টিটিউটে। আর এর শাখাগুলো গড়ে উঠেছে ছংমিং জেলা, মিংহাং জেলা, হাইখৌ জেলা এবং ইয়ু জেলায়। পাশাপাশি হাসপাতালটি পুরো শহরে চিকিৎসা সেবা প্রদান করে। অন্যান্য চিকিৎসা অবকাঠামোর পাশাপাশি এ হাসপাতালে রয়েছে একটি সুসজ্জিত পুনর্বাসন চিকিৎসাকেন্দ্র, স্বাস্থ্য মন্ত্রণালয়-স্বীকৃত একটি পিসিআর পরীক্ষাগার এবং একটি ঐতিহ্যবাহী চীনা ওষুধ তৈরির স্থাপনা। এছাড়া এখানে রয়েছে ৩১টি ক্লিনিকাল বিভাগ, ৮টি চিকিৎসা ও প্রযুক্তিগত সহায়তা বিভাগ, এবং ১ হাজার ৬শর বেশি কর্মী।
বর্তমানে হাসপাতালটিতে রয়েছে টিসিএমের ৫টি জাতীয় গুরুত্বপূর্ণ ক্লিনিকাল বিভাগ এবং রাষ্ট্রীয় টিসিএম প্রশাসনের ১৩টি জাতীয় গুরুত্বপূর্ণ ক্লিনিকাল বিভাগসহ ১১০টিরও বেশি বহিরাগত বিশেষজ্ঞ ক্লিনিক৷ যেসব রোগের চিকিৎসা এ হাসপাতালে দেওয়া হয়, সেগুলোর মধ্যে রয়েছে রক্তরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, মেরুদণ্ডের রোগ, স্ট্রোক, গর্ভাবস্থার ব্যাধি, দীর্ঘস্থায়ী অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, গাউট, আলসারেটিভ কোলাইটিস, সার্ভিকাল ভার্টিগো, মেনোপজল সিন্ড্রোম, ধনুষ্টঙ্কার ও বধিরতা ও অর্শ্বরোগ।