বাংলা

দেহঘড়ি পর্ব-০৪৫

CMGPublished: 2023-11-19 15:00:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ঐতিহ্যবাহী চীনা মেডিসিন বা টিসিএমে মনে করা হয়, ফ্রোজেন শোল্ডার হয় ঠান্ডাজনিত কারণে শরীরের মেরিডিয়ান পথে মূল প্রাণশক্তি বা ‘ছি’ ও রক্ত বাধাগ্রস্ত হলে। ‘ছি’ হলো তাপজনিত শক্তি ‘ইয়াং’ ও ঠান্ডাজনিত শক্তি ‘ইয়িন’র সমন্বিত শক্তি। ফ্রোজেন শোল্ডার সাধারণত পঞ্চাশোর্ধদের মধ্যে বেশি দেখা যায় বলে চীনা ভাষায় এ রোগকে উ শি চিয়ান বা পঞ্চাশের কাঁধও বলা হয়। শরীরে যখন ‘ইয়াং’ শক্তি ধীরে ধীরে হ্রাস পায়, তখন বয়স্ক ব্যক্তিরা বাতাস, ঠান্ডা ও ক্লেদের কাছে বেশি সংবেদনশীল হয়ে ওঠেন বলে এ রোগ তাদের বেশি হয়।

চিকিৎসা: টিসিএমে ফ্রোজেন শোল্ডারের বেশ কয়েক ধরনের চিকিৎসা আছে। যেমন আকুপাংচার, ভেষজ ওষুধ, মক্সিবাস্টন, কাপিং থেরাপি, থুইনা ও ঐতিহ্যবাহী ব্যায়াম। প্রত্যেক রোগীর আলাদা আলাদা লক্ষণ বিশ্লেষণ করে একজন টিসিএম চিকিৎসক নির্ধারণ করেন এগুলোর মধ্যে কোন কোনটি তার প্রয়োজন হবে।

আকুপাংচার: ঠান্ডা, বাতাস, ক্লেদ এবং ‘ছি’ ও রক্তের স্থবিরতার কারণে সৃষ্ট ফ্রোজেন শোল্ডারের চিকিত্সায় সহায়তা করে আকুপাংচার। কারণ আকুপাংচার ‘ছি’ ও রক্তচলাচলের পথ সুগম করে এবং রক্ত সঞ্চালনকে উন্নীত করে, যার ফলে ইয়িন ও ইয়াংয়ের মধ্যে ভারসাম্য আসে। নির্দিষ্ট পয়েন্টগুলোতে নিয়মিত আকুপাংচার দেওয়া হলে, তা কেবল কাঁধের গতি ফিরিয়ে আনে না, এর ব্যথা উপশম করতেও সাহায্য করে।

ভেষজ চিকিৎসা: ফ্রোজেন শোল্ডারের ব্যথা যদি খুব বেশি হয় এবং ফিজিওথেরাপি নেওয়া কঠিন হয়, তাহলে একজন টিসিএম চিকিত্সক প্রাকৃতিক ব্যথা উপশমকারী ও প্রদাহবিরোধী পদ্ধতি হিসাবে চীনা ভেষজ ওষুধ দিতে পারেন। আর আকুপাংচারের সঙ্গে এ ভেষজ ব্যবহার করা হলে, রোগমুক্তির গতি দ্রুত হয়।

মক্সিবাস্টন: শরীরের ঠান্ডা দূর করার মাধ্যমে ইয়াং শক্তির ঘাটতি পূরণ করে ফ্রোজেন শোল্ডার সারাতে সাহায্য করে মক্সিবাস্টন। মক্সিবাস্টন আসলে বাহ্যিক তাপ থেরাপির একটি ধারা। এ চিকিৎসায় ত্বকে বা তার কাছাকাছি নির্দিষ্ট উপাদানগুলোকে পোড়ানো হয়। এটি ‘ছি’ ও রক্তের প্রবাহ ঠিক করতে সাহায্য করে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn