দেহঘড়ি পর্ব-০৪১
বুকে ব্যথার চিকিৎসার ক্ষেত্রে, ব্যথার ক্ষমার মূল কারণের চিকিৎসার নীতি অনুসরণ করা গুরুত্বপূর্ণ। বুকে ব্যথার টিসিএম চিকিৎসা খুব কার্যকর, যার মধ্যে অন্তর্ভূক্তি ভেষজ ওষুধ ও আকুপাংচার। তবে ব্যথা যদি তীব্র হয়, তাহলে টিসিএমের সঙ্গে পাশ্চাত্যের ওষুধও ব্যবহার করা যায়। টিউমার বা সিস্টেমিক রোগের কারণে বুকে ব্যথা হলে, চিকিৎসার লক্ষ্য হওয়া উচিত অন্তর্নিহিত রোগ।
ব্যথা তীব্র হলে দেরি না করে ওষুধ দিতে হবে। বুকে ব্যাথার চিকিৎসায় সবচেয়ে প্রচলিত টিসিএম ওষুধের মধ্যে রয়েছে কুয়থি সিন সু হ্য ট্যবলেট, সু হ্য সিয়াং ওয়ান ট্যাবলেট, শেং মাই সান গুঁড়ো, চি পাও তান বড়ি এবং ছি লি সান বা ইয়ুন নান পাও ইয়াও ওষুধ।
#চিকিৎসার_খোঁজ
হংকংয়ের শীর্ষ কমিউনিটি হাসপাতাল প্রেশাস ব্লাড হাসপাতাল
প্রেশাস ব্লাড হাসপাতাল হংকংয়ের একটি শীর্ষস্থানীয় কমিউনিটি হাসপাতাল, যেটি পশ্চিম কাউলুনের শাম শুই পো এলাকায় অবস্থিত। কারিতাস পরিচালিত একটি অলাভজনক রোমান ক্যাথলিক খ্রিস্টান হাসপাতাল এটি।
প্রেশাস ব্লাড হাসপাতাল তিনটি শাখা নিয়ে গঠিত। এগুলোর মধ্যে প্রথম দুটি ১৯৩৭ ও ১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং জর্জ ওয়াশিংটন নামের তৃতীয় শাখাটি ১৯৭৫ সালে গড়ে তোলা হয়েছিল।
জাপান হংকংয়ে আগ্রাসন চালানোর সময় এবং এ অঞ্চলটিকে নিজেদের দখলে রাখার সময় ১৯১৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হয়। হাসপাতালটি ১৯৯৩ সাল পর্যন্ত কনগ্রেগেশন অব দ্য সিস্টার্স অব দ্য প্রেশাস ব্লাডের প্রশাসনের অধীনে ছিল এবং ওই বছরই কারিতাস গ্রুপ এটা পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে। তখন থেকে এটির নামকরণ করা হয় প্রেশাস ব্লাড হাসপাতাল।
হাসপাতালটি ভর্তি ও বহিরাগত রোগীসহ যে কোনও নাগরকিকে উচ্চ-মানের ওয়ান-স্টপ চিকিৎসাসেবা প্রদান করে। এখানকার সেবা বিভাগগুলোর মধ্যে রয়েছে জেনারেল মেডিসিন, কার্ডিওলজি, কার্ডিও-থোরাসিক সার্জারি, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি, জিমেকোলজি, ক্যান্সার, সাধারণ শল্য চিকিৎসা, সংক্রামক রোগ, অভ্যন্তরীণ ওষুধ, নিউরোলজি, নিউরোসার্জারি, চক্ষুরোগবিদ্যা, অর্থোপেডিকস, নাক-কান-গলা রোগ, পেডিয়াট্রিক্স, মনোরোগবিদ্যা, শ্বাসযন্ত্রের রোগ, ইউরোলজি, রক্তনালীর শল্যচিকিৎসা, শিরোপ্যাকটিক সেবা, প্রসূতি ও স্ত্রীরোগ। পাশাপাশি রয়েছে বিভিন্ন শারীরিক পরীক্ষা, ল্যাবরেটরি পরীক্ষা ও ডায়াগনস্টিক ইমেজিং সুবিধা। এছাড়া এখানে পরিচালিত হয় একটি সাধারণ বহিরাগত রোগীদের ক্লিনিক ও টিকাদান কার্যক্রম।