দেহঘড়ি পর্ব-০৪১
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে ট্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম নিয়ে আলোচনা ‘ঐতিহ্যবাহী চিকিৎসাধারা’, চীনের হাসপাতাল-পরিচিতি ‘চিকিৎসার খোঁজ’ এবং টিসিএম ভেষজের উপকারিতা নিয়ে আলোচনা ‘ভেষজের গুণ’।
#ঐতিহ্যবাহী_ চিকিৎসাধারা
বুকে ব্যথা উপশমে টিসিএম
বুকে ব্যথা একটি ব্যাপক বিস্তৃত স্বাস্থ্যসমস্যা। এর মধ্যে ব্যথা ও বুকে চাপের অনুভূতি দু-ই অন্তর্ভুক্ত। বিভিন্ন কারণে বুকে ব্যথা হতে পারে এবং পশ্চিমা চিকিৎসা ব্যবস্থায় এর জন্য দায়ী করা হয় মূলত হৃদরোগ, ফুসফুসের রোগ, উচ্চরক্তচাপ, গ্যাস, অ্যাসিডিটি ইত্যাদিকে।
তবে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাব্যবস্থা বা টিসিএমে মনে করা হয়, বুকে ব্যথা বহিরাগত প্যাথোজেনিক কারণে বা রোগীর অভ্যন্তরীণ অবস্থার আক্রমণের ফলে কিংবা দুটির সংমিশ্রণে হতে পারে। বুকের চ্যানেল ও সংশ্লিষ্ট অঙ্গগুলোতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এমন যে কোনও কারণেই বুকে ব্যথা হতে পারে। সাধারণ কারণগুলো হলো মূল জীবনীশক্তি বা ‘ছি’ ও রক্তের স্থবিরতা, কফ বাধাগ্রস্ত হওয়া এবং সর্দি ঘনীভূত হওয়া।
মানসিক অস্থিরতা, যেমন রাগ, বিরক্তি, হতাশা ও উদ্বেগের কারণে লিভারের ‘ছি’তে স্থবিরতা দেখা দিতে পারে এবং যেহেতু লিভারই গোটা শরীরে ‘ছি’ সঞ্চালনের কেন্দ্র, তাই লিভারের ‘ছি’র স্থবিরতা দেহের উপরের অংশে ‘ছি’-প্রবাহ বাধাগ্রস্ত করতে পারে। হার্টের ‘ছি’ যখন বাধাগ্রস্ত হয়, তখন বুকের বাম দিকে ব্যথা হয় আবার অন্যদিকে যখন লিভারে স্থবির ‘ছি’ ফুসফুসে ‘ছি’র সঞ্চালনকে রুদ্ধ করে, তখন বুকে চাপ বোধ হয়। এই অবস্থা দেখা যায় কার্ডিওফ্রেনিয়া, হাইপারভেন্টিলেশন, বিষণ্নতা, টাইটেজ সিন্ড্রোম এবং ইন্টারকোস্টাল নিউরালজিয়াতে।
বাহ্যিক বায়ুজনিত তাপ বা বায়ুজনিত ঠান্ডা সরাসরি ফুসফুসে আক্রমণ করতে পারে, যার ফলে ফুসফুসের ‘ছি’ বাধাগ্রস্ত হয়। এর ফলে তাপ সৃষ্টি হয়, কফ জমে, ফুসফুসে আঘাত লাগে এবং বুকে ব্যথা হয়। এই অবস্থা নিউমোনিয়া, পালমোনারি যক্ষ্মা ও প্লুরিসিতে দেখা যায়। দীর্ঘস্থায়ী হার্ট বা ফুসফুসের রোগ যেমন দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, এমফিসিমা, রিউম্যাটিক হৃদরোগ ও হার্ট ফেইলিউর সরাসরি বুকে ‘ছি’র স্থবিরতা সৃষ্টি করতে পারে।