দেহঘড়ি পর্ব-০১৯
চাইনিজ ইয়ামে থাকে অ্যালানটোইন। এটি একটি প্রাকৃতিক যৌগ যা সুস্থ টিস্যু বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ নিরাময়ের সময় কমায়। ত্বকের ক্ষত ও ফোঁড়া সারাতেও এটা প্রয়োগ করা যায়। এর পাতার রস বিচ্ছু ও সাপের বিষের প্রভাব কমায়।
চাইনিজ ইয়ামের শিকড়ে পাওয়া যায় ডায়োসজেনিন। এটি একটি প্রাকৃতিক উদ্ভিদ-ভিত্তিক ইস্ট্রোজেন।
ইঁদুরের পেট ও অন্ত্রের কার্যকারিতার উপর পরিচালিত এক গবেষণায় দেখা যায়, চাইনিজ ইয়ামের নির্যাস কেবল হজমে সাহায্য করে না, পেটের কিছু অন্ত্রের ফ্লোরাকে সহায়ক ব্যাকটেরিয়াতে পরিণত হতে সাহায্য করে এ ভেষজ।
গবেষণায় আরও দেখা যায়, চাইনিজ ইয়ামের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যও রয়েছে। এছাড়া এতে শরীরে প্রয়োজনীয় জিঙ্ক, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার ও সেলেনিয়াম থাকে।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।