দেহঘড়ি পর্ব-০১৮
স্ট্র্যাবিসমাস ও শিশু চক্ষুবিজ্ঞান কেন্দ্র
থিয়ানচিন চক্ষু হাসপাতালের স্ট্র্যাবিসমাস ও পেডিয়াট্রিক কেন্দ্রটি ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠার পেছনের মূল কারিগর ছিলেন বিখ্যাত অধ্যাপক হে ইয়ুশি, যার লেখা ‘স্ট্র্যাবিসমাস’ নামের বইটি স্ট্র্যাবিসমাস সম্পর্কে প্রাচীনতম মনোগ্রাফ এবং এখনকার চিকিৎসকদের জন্য একটি ধ্রুপদী রেফারেন্স। বিগত ৬০ বছরে এ কেন্দ্রে অসংখ্য ক্লিনিকাল গবেষণা পরিচালিত হয়েছে, বহু জটিল চক্ষুরোগের চিকিৎসা দেওয়া হয়েছে এবং অগনিত চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ কেন্দ্রে কর্মরত আছেন চীনের স্ট্র্যাবিসমাস ও শিশু চক্ষুবিজ্ঞান সমিতির সভাপতি এবং চীনের চক্ষুবিজ্ঞান সমিতির প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক চাও খানসিংয়ের মতো বেশ কিছু বিখ্যাত বিশেষজ্ঞ। স্ট্র্যাবিসমাস ও শিশু চক্ষুবিজ্ঞান কেন্দ্রে বছর ৪ হাজারেরও বেশি স্ট্র্যাবিসমাস সার্জারি করা হয়। এ কেন্দ্রের রোগীদের মধ্যে ৬৫-৭০ শতাংশ স্থানীয় নন; তারা তাইওয়ানসহ চীনের অন্যান্য অঞ্চল এবং বাইরের দেশ থেকে আসেন।
#ভেষজের গুণ
চীনা খেজুরের বীজ
জুজুবি বরই-জাতীয় একটি ফল, যদিও এটি লাল খেজুর বা চীনা খেজুর নামেও পরিচিত। এই ফলের বীজ অন্তত ৩ হাজার বছর ধরে অনিদ্রার প্রতিকার হিসাবে ওষুধে ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক বিভিন্ন গবেষণায় প্রমাণ মিলেছে যে, এই ভেষজটি একটি প্রাকৃতিক নিরাময়কারী হিসাবে কাজ করে। যখন আপনার মন ও শরীর বা উভয়ই নিজে নিজে স্থির হতে পারে না, তখন আপনাকে বিশ্রাম নিতে সাহায্য করে জুজুবি বীজ।
আধুনিক বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে, এই ফলটি স্যাপোনিন নামক যৌগে সমৃদ্ধ, যা স্নায়ুতন্ত্রের উপর প্রশান্তিদায়ক প্রভাব ফেলে এবং শরীরকে শিথিল করতে সাহায্য করে। এর ফলে ঘুম চলে আসে। ঘুমের জন্য যেসব ঐতিহ্যবাহী চীনা ওষুধ বা টিসিএম ব্যবহার করা হয়, তার একটি অন্যতম উপাদান জুজুবি বরইয়ের বীজ।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।