দেহঘড়ি পর্ব-০১৮
· সুস্থ ব্যক্তির জন্য টিসিএম সামান্য লবণকে উপকারী হিসাবে বিবেচনা করা হয়। তবে খেয়াল রাখুন পরিমাণ যাতে বেশি না হয়।
· কিডনির জন্য পুষ্টিকর হিসাবে বিবেচিত অন্যান্য খাবারের মধ্যে রয়েছে আখরোট, ডুমুর, কিশমিশ, বাদামী চাল, গোটা শস্য ও হৃৎপিণ্ডের স্যুপ।
#চিকিৎসার_খোঁজ
থিয়ানচিন চক্ষু হাসপাতাল
থিয়ানচিন চক্ষু হাসপাতাল চীনের শীর্ষস্থানীয় চক্ষু হাসপাতালগুলোর অন্যতম। হুয়াইয়াং অন্ধত্ব প্রতিরোধ সমিতির কার্যক্রমের মধ্য দিয়ে ১৯২৪ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এ হাসপাতালটি এখন একটি জাতীয় থ্রি-এ স্তরের হাসপাতাল, যেটি সরাসরি থিয়ানচিন স্বাস্থ্য ব্যুরোর সঙ্গে যুক্ত। হাসপাতালটির নতুন নামকরণ করা হয়েছে নানখাই বিশ্ববিদ্যালয় চক্ষু হাসপাতাল হিসাবে। এটি থিয়ানচিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল কলেজও। এছাড়া এ হাসপাতালটি চক্ষুবিদ্যা ও ভিজ্যুয়াল সায়েন্স বিষয়ে থিয়ানচিনের গুরুত্বপূর্ণ গবেষণাগার এবং থিয়ানচিন আই ব্যাংক হিসাবে কাজ করে এবং এখানে অবস্থিত থিয়ানচিন অন্ধত্ব প্রতিরোধ কার্যালয়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানটিতে কর্মরত ৪০৬ জন কর্মী, যাদের মধ্যে ১২২ জন ডাক্তার, ১০৯ জন নার্স এবং ৬২ জন মেডিকেল টেকনিশিয়ান। ৪০ হাজার বর্গ মিটারেরও বেশি ফ্লোরস্পেসের ওপর নির্মিত ২৪০-শয্যাবিশিষ্ট এ হাসপাতালে প্রতিদিন প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং বছরে এখান থেকে চিকিৎসা পান ১০ লাখের মতো রোগী। এর মধ্যে ৩০ হাজার রোগীকে শল্যচিকিৎসা দেওয়া হয়।
স্ট্র্যাবিসমাস ও শিশু চক্ষুরোগ, ছানি, দৃষ্টিত্রুটি, ভিট্রিয়াস ও রেটিনার রোগ, গ্লুকোমা, দৃষ্টি-সংক্রান্ত রোগ এবং অকুলারপ্লাস্টি, কর্নিয়ার রোগ ইত্যাদির চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালটির খ্যাতি চীনেই সীমাবদ্ধ নয়; ছড়িয়ে পড়েছে বাইরের দেশগুলোতেও।