দেহঘড়ি পর্ব-০১৬
বর্তমানে এ হাসপাতাল ও এর অধীন ইনস্টিটিউটগুলোতে ৫৫ জন ডক্টরেট সুপারভাইজারসহ মোট ১৭৩ জন স্নাতক সুপারভাইজার রয়েছেন। ২০২২ সালে সালে এখানে ৩৬৩ জন পূর্ণকালীন স্নাতক-পর্যায়ের শিক্ষার্থীকে ভর্তি করা হয়। বর্তমানে এখানে ২ হাজারের বেশি শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণার্থী রয়েছেন। একটি দৃঢ় ভিত্তি, অসাধারণ বিশেষত্ব এবং বিস্তৃত শৃঙ্খলা নিয়ে একটি অতুলনীয় চিকিৎসা-প্রতিভা প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তুলেছে চেচিয়াং ক্যান্সার হাসপাতাল ।
#ভেষজের গুণ
অ্যাস্ট্রাগালাস মূল
অ্যাস্ট্রাগালাস একটি ভেষজ যা প্রধানত এশিয়ায় জন্মে। পশ্চিমাদের কাছে খানিকটা অপরিচিত হলেও, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাব্যবস্থায় এ ভেষজটি হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হচ্ছে। চীনা ভাষায় এ ভেষজটিকে বলা হয় ‘হুয়াং ছি’।
অ্যাস্ট্রাগালাস পরিচিত রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী হিসাবে। গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাগালাসে থাকা রাসায়নিক যৌগগুলো শরীরের জারণ-সংক্রান্ত চাপ কমাতে সাহায্য করার পাশাপাশি প্রদাহ হ্রাস করে এবং কোষ-স্তরে ইমিউন প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে।
মনে করা হয়, যারা সামগ্রিকভাবে ভাল স্বাস্থ্যের অধিকারী তারা যখন রোগ প্রতিরোধের জন্য নিয়মিতভাবে অ্যাস্ট্রাগালাসের মূল গ্রহণ করে তখন এটি সবচেয়ে ভালো কাজ করে। সারা বছর ধরে অ্যালার্জি ও অন্যান্য অসুস্থতায় ভোগে যারা, তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এটা ব্যবহার করা হয়।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।