দেহঘড়ি পর্ব-০১৬
#চিকিৎসার_খোঁজ
চেচিয়াং ক্যান্সার হাসপাতাল
চেচিয়াং ক্যান্সার হাসপাতাল চীনের প্রথম দিকের শীর্ষ চারটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালের একটি। পূর্বচীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌয়ে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় এ হাসপাতালটি। রোগীর যত্ন, ক্যান্সার প্রতিরোধ, গবেষণা, শিক্ষা ও পুনর্বাসনে শ্রেষ্ঠ মান বজায় রাখার কারণে গত ৮ বছর ধরে এ হাসপাতালটি চীনের সেরা ১০টি ক্যান্সার হাসপাতালের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়ে আসছে। এছাড়া ২০২০ সালে প্রথমবারের মতো প্রকাশিত জাতীয় পাবলিক হাসপাতাল-সক্ষমতা মূল্যায়নে এ হাসপাতালটি চীনের ক্যান্সার হাসপাতালগুলোর মধ্যে তৃতীয় স্থান অর্জন করে।
চেচিয়াং ক্যান্সার হাসপাতাল চেচিয়াং চাইনিজ মেডিকেল ইউনিভার্সিটি-অধিভুক্ত একটি হাসপাতাল। বিশেষায়িত চিকিৎসার পাশাপাশি এটি চিকিৎসকদের শিক্ষা ও প্রশিক্ষণ দেয়। এসব শিক্ষা ও প্রশিক্ষণের মধ্যে রয়েছে স্নাতকদের ক্লিনিকাল অনুশীলন, স্নাতক পর্যায়ের শিক্ষা, অবিরত চিকিৎসা শিক্ষা এবং নবীণ চিকিৎসদের প্রশিক্ষণ। এখানে রয়েছে ৯টি শাখা। এগুলো হলো সার্জারি, ইন্টারনাল মেডিসিন, রেডিয়েশন অনকোলজি, অ্যানেস্থেসিওলজি, ক্লিনিক্যাল প্যাথলজি, মেডিকেল ল্যাবরেটরি, রেডিওলজি, আল্ট্রাসাউন্ড মেডিসিন এবং নিউক্লিয়ার মেডিসিন। বছরে এখান থেকে দেড় শ’ জনেরও বেশি আবাসিক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ হাসপাতালটিকে জাতীয় স্বাস্থ্য কমিশনের হাসপাতাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সার্জিক্যাল কেন্দ্রের দক্ষতা উন্নয়ন প্রকল্পের "প্রথম প্রাদেশিক প্রশিক্ষণ কেন্দ্র"; চীনা মেডিকেল অ্যাসোসিয়েশনের ক্লিনিকাল ফার্মাসিস্টদের প্রশিক্ষণ কেন্দ্র; চেচিয়াং প্রদেশের চিকিৎসা প্রযুক্তির প্রশিক্ষণ কেন্দ্র; দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা-ক্যান্সার নির্ণয় প্রশিক্ষণ কেন্দ্র; এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের কার্ডিওভাসকুলার জরুরি প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।