বাংলা

দেহঘড়ি পর্ব-০০২

CMGPublished: 2023-01-22 16:27:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

#চিকিৎসার_খোঁজ

শাংহাই পূর্ব হাসপাতাল

শাংহাই পূর্ব হাসপাতাল চীনের শীর্ষস্থানীয় চিকিৎসা ও চিকিৎসা-শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। সাইম্যাগো র‌্যাংকিংয়ে চীনের হাসপাতালগুলোর মধ্যে এর অবস্থান ১৯তম। চীনা ভাষায় এই হাসপাতালটিকে বলা হয় শাংহাই তুংফাং ইয়ি ইউয়ান। শাংহাই থুংচি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনে অধিভূক্ত এ হাসপাতালটি নগরীর পুতং এলাকায় অবস্থিত।

শাংহাই পূর্ব হাসপাতাল ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়। এর দুটি ক্যাম্পাস রয়েছে। দুই ক্যাম্পাসেই ৬১টি ক্লিনিক্যাল ও প্রযুক্তিগত বিভাগ রয়েছে। এ হাসপাতালে শয্যা সংখ্যা ২ হাজার। এর কাজের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে চিকিৎসা, রোগ প্রতিরোধ, চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা গবেষণা। এ হাসপাতালে কর্মরত প্রায় ৪শ’ জন ডাক্তার। এদের মধ্যে রয়েছেন নোবেল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপকসহ বেশ ক’জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক। হাসপাতালটি বছরে ২০ লাখের বেশি ওয়াক-ইন ও জরুরী রোগীদের সেবা প্রদান করে। এসব রোগীর মধ্যে অন্তত ৪০ হাজার আন্তর্জাতিক রোগী।

চিকিৎসা সেবা

শাংহাই পূর্ব হাসপাতালের প্রধান সেবাগুলোর মধ্যে রয়েছে দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী চিকিৎসা, হার্ট ফেইলিউর থেরাপি, হৃদরোগের চিকিৎসা, হৃদযন্ত্রের অস্ত্রোপচার, দাঁতের চিকিৎসা ও দন্ত প্রতিস্থাপন, পিত্তথলির অস্ত্রোপচার, ক্যান্সারের চিকিৎসা, সেরিব্রাল ভেসেল রোগের চিকিৎসা, পায়ুপথের অস্ত্রপচার এবং টিউমার সার্জারি। এখানে কর্মরত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপকদের মধ্যে রয়েছেন ডাক্তার বেরি জে মার্শাল যিনি ২০০৫ সালে চিকিৎসা নোবেল পুরস্কার অর্জন করেন। তিনি এই হাসপাতালের ‘পরিপাক রোগ বিষয়ক মার্শাল আন্তর্জাতিক রোগ নির্ণয় ও চিকিৎসা কেন্দ্র’র পরিচালক।

শিক্ষা ও প্রশিক্ষণ

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn