দেহঘড়ি পর্ব-৮০
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার শুরুর দিনে ৯টি অস্ত্রোপচার হয়েছে। এর মধ্যে নিজেই পাঁচজন রোগীর অস্ত্রোপচারে অংশ নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
অস্ত্রপচারে অংশ নেন কক্সবাজার নেয় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের একটি টিম। টিমের অন্যতম সদস্য ছিলেন সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আরিফ হোসেন। - অভি/রহমান
## আপনার ডাক্তার
দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি মেনোপজ বা রজোনিবৃত্তি-সম্পৃক্ত সমস্যা নিয়ে। রজোনিবৃত্তি একটি প্রাকৃতিক প্রক্রিয়া। রজোনিবৃত্তি হলো নারীদের জীবনের এমন একটি সময় যখন তাদের রজঃস্রাব সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং তারা আর গর্ভধারণ করতে সক্ষম থাকে না। রজোনিবৃত্তি সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সে হয়ে থাকে। সাধারণত মহিলাদের একবছর যাবত রজঃস্রাব বন্ধ থাকলে চিকিৎসকগণ এটাকে রজোনিবৃত্তি বলেন। এসময় ডিম্বাশয়ের কার্যক্রম হ্রাস পায় বা বন্ধ হয়ে যায়। আবার অপারেশনের মাধ্যমে কোনও নারীর দুটো ওভারি বা ডিম্বাশয় ফেলে দিলেও পিরিয়ড বন্ধ হয়ে যায়। মেনোপজের আগে ও পরে একজন নারীর বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তনের অভিজ্ঞতা হতে পারে, যেমন যৌনমিলনে ব্যথা অনুভব করা, যোনিপথের ঝিল্লি পাতলা হয়ে যাওয়া ও স্থিতিস্থাপকতা কমে যাওয়া, প্রস্রাব আটকে রাখার ক্ষমতা হারানে, ত্বকের শুষ্কতা, ওজন বৃদ্ধি, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা, বুক ধড়ফড় ইত্যাদি। মানসিক পরিবর্তনও হতে পারে রজোনিবৃত্তির কারণে; দেখা দিতে পারে উদ্বিগ্নতা, অস্থিরতা, মনযোগহীনতা, স্মৃতিশক্তি কমে যাওয়া ইত্যাদি। রজোনিবৃত্তির ফলে নারীদরে হার্ট অ্যাটাক, স্ট্রোক, অস্থিক্ষয়ের ঝুঁকিও বাড়ে। তবে ওজন, রক্তচাপ ও রক্তের চর্বি নিয়ন্ত্রণ এবং ধূমপান পরিত্যাগ করার মাধ্যমে এ সকল রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিষয়টি নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন স্ত্রী রোগ ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার ফ্লোরিডা রহমান। ডাক্তার ফ্লোরিডা ঢাকা মেডিকেল কলেজের সহকারি একজন অধ্যাপক।