দেহঘড়ি পর্ব-৮০
এসে গেল ম্যালেরিয়ার টিকা
বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকাকে ছাড়পত্র দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যদিও প্রাথমিকভাবে আফ্রিকায় ম্যালেরিয়া টিকাকে বাজারজাত করার অনুমোদন দিয়েছে বৈশ্বিক এই সংস্থা। টিকার প্রভাবে ধীরে ধীরে বিশ্ব থেকে ম্যালেরিয়া নির্মূল হবে বলে মনে করা হচ্ছে।
টিকা তৈরির পেছনে বিরাট অবদান রয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের। নতুন এই ম্যালেরিয়ার টিকার নাম মসকুইরিক্স।
ম্যালেরিয়ার বিরুদ্ধে যুদ্ধে এই টিকাকে ঐতিহাসিক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । যদিও একদল বিশেষজ্ঞের মতে, এই টিকা এখনও ৫০ শতাংশও কার্যকরী নয়। তবে এ টিকাদানের ম্যালেরিয়ায় মৃত্যু হার কমবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।
নভেম্বরে শেষ হচ্ছে করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা
আগামী নভেম্বর মাসেই প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য সংরক্ষিত টিকার মেয়াদ শেষ হয়ে যাবে বাংলাদেশে। এরপর শুধু বুস্টার ডোজের কার্যক্রমই চলমান থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের হিসাবে দেশে এখনো প্রায় ৩৩ লাখ মানুষ এক ডোজ টিকাও নেয়নি।
যারা এখনো টিকা নেননি, তাদেরকে দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ৩৩ লাখ মানুষের জন্য প্রথম ডোজের এবং ৯৪ লাখ মানুষের জন্য দ্বিতীয় ডোজের যে টিকা আছে, সেগুলোর মেয়াদ নভেম্বর পর্যন্ত। এরপর সেগুলো আর দেওয়া যাবে না।
বর্তমানে আমাদের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম চলমান আছে। যে কোনও জায়গায় রেজিস্ট্রেশন করে সেখান থেকে টিকা নেওয়া যাবে।
কার্যক্রম শুরু হলো উখিয়ার বিশেষায়িত হাসপাতালের
কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও স্থানীয় মানুষদের চিকিৎসা সেবা দিতে ‘উখিয়া স্পেশালাইজড হাসপাতাল’র স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের যৌথ উদ্যোগে হাসপাতালটি গড়ে উঠেছে।