দেহঘড়ি পর্ব-৭৩
যক্ষ্মার কি চিকিৎসা নেই?
অনেকে মনে করেন, এ রোগের কোনও চিকিৎসা নেই। এ ধারণা ঠিক নয়। প্রাথমিক পর্যায়ে যক্ষা ধরা পরলে ওষুধের মাধ্যমেই এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এ ক্ষেত্রে খুব বেশি দিন কাশি হলে কিংবা কাশির সঙ্গে রক্ত বের হইলে দেরি না চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বিসিজি টিকা নিলে কি যক্ষ্মা থেকে পূর্ণ সুরক্ষা পাওয়া যায়?
বর্তমানে কোনও শিশুর জন্মের পর যে টিকাগুলো দেওয়া হয়, বিসিজির তার একটি। বিসিজি টিকা শিশুদের মধ্যে যক্ষ্মা সংক্রমণের ঝুঁকি কমায়। তবে এ টিকা থেকে প্রাপ্তবয়স্করা কতটা সুরক্ষিত তা কোনও গবেষণা থেকে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাই শৈশবে এ টিকা নেওয়া হলে ভবিষ্যতে আর কখনও যক্ষা হবে না এমন কোনও নিশ্চয়তা নেই।
ধূমপানই কি যক্ষ্মা কারণ?
অনেকে মনে করেন, ধূমপান না করলেই যক্ষা থেকে বাঁচা যায়। এটি একটি ভ্রান্ত ধারণা। ধূমপানই যক্ষ্মা হওয়ার একমাত্র কারণ নয়। এইচআইভি, ডায়াবেটিস ও কিডনি রোগ থাকলেও যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। - রহমান
## আপনার ডাক্তার
দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি অ্যাকনি নিয়ে। মানব ত্বকের একটি দীর্ঘমেয়াদী রোগ ব্রণ বা অ্যাকনি ভালগারিস। ২০১০ সালে বিশ্বব্যাপী ৬৫ কোটি মানুষের অষ্টম সাধারণ রোগ হিসেবে এটি নির্ণীত হয়। অ্যাকনি হলে মানুষের মধ্যে ভীতি, দুশ্চিন্তা ও বিষণ্ণতার জন্ম হয় এবং আত্মবিশ্বাস কমে যায়। অতিরিক্ত পর্যায়ে মানসিক অবসাদ এবং আত্মহত্যার মতো অবস্থারও উদ্ভব হতে পারে ব্রণের কারণে। অ্যাকনি কেন হয়, কী এর প্রতিকার – এ বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. সাদিয়া তাবাস্সুম। তিনি ঢাকার গুলশানে লেজার মেডিকেল সেন্টারের একজন বিশেষজ্ঞ চিকিৎসক।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।