দেহঘড়ি পর্ব-৭৩
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, নাগরিকের সুস্বাস্থ্য ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য করোনা অতিমারির ক্রান্তিকাল মোকাবিলা করে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার, যাতে সকল নাগরিক মানসম্মত স্বাস্থ্যসেবা পায় এবং সুস্থ, সবল ও দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠে। -
#বুলেটিন
ফ্যাটি লিভারে ভুগছেন বাংলাদেশের সাড়ে ৪ কোটি মানুষ
বাংলাদেশে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটি লিভারে ভুগছেন। সে হিসেবে প্রতি তিনজনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। আর তাদের মধ্যে প্রায় ১ কোটি মানুষ লিভার ক্যান্সারের ঝুঁকিতে আছেন।
রাজধানীতে সম্প্রতি আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে মোট মৃত্যুর ২ দশমিক ৮২ শতাংশ লিভারের রোগ। লিভার সিরোসিস ও ক্যান্সারের অন্যতম প্রধান কারণ লিভারে চর্বি জমাজনিত প্রদাহ। বিশেষজ্ঞরা বলেন, লিভারে প্রদাহ সৃষ্টি করা ছাড়াও যকৃতে চর্বি জমার আরও কিছু খারাপ দিক রয়েছে। এই রোগটি হৃদরোগ, ডায়াবেটিস ও শরীরে ইনসুলিন হরমোনের কার্যকারিতা কমে যাওয়ার সঙ্গে সরাসরি জড়িত। অথচ শুধুমাত্র খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ধরন পরিবর্তন এবং ওজন কমানোর মাধ্যমে ফ্যাটি লিভার প্রতিরোধ করা যায়।
পরীক্ষামূলক ওষুধে সেরে উঠলেন ক্যানসার রোগীরা
বিশ্বে এবারই প্রথম কোনো ওষুধে ক্যানসারের রোগীদের পুরোপুরি সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ক্যানসারের ওষুধ আবিষ্কারে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা গবেষণা করে আসছেন। এবার যুক্তরাষ্ট্রে এমনই একটি গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। ক্যানসারে আক্রান্ত কয়েকজন রোগীকে প্রায় ছয় মাস ধরে ডোসটারলিমাব নামের একটি ওষুধ পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের প্রত্যেকেই সুস্থ হয়েছেন। বিশ্বে এবারই প্রথম কোনো ওষুধে ক্যানসারের রোগীদের পুরোপুরি সুস্থ হওয়ার খবর পাওয়া গেল।