দেহঘড়ি পর্ব-৬৯
দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল ‘স্বাস্থ্যব্যবস্থায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সের অধিকার সুরক্ষিত করুন’।
আর্থিক অনুদান পেল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে
বাংলাদেশে অসহায় ও দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে হার্টের ভাল্ব, রিং, পেসমেকার কিনতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে ৩ কোটি ৭১ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।
হৃদরোগীদের সরকারি পর্যায়ে চিকিৎসাসেবা দেওয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল।
অনেক রোগীর ভাল্ব প্রতিস্থাপন, পেস মেকার স্থাপন এবং রিং বসাতে হয়। তাদের অনেকেই আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা নেওয়ার সুযোগ পান না।
অধ্যাপক জামাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর এই অনুদান গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। - অভি/রহমান
## আপনার ডাক্তার
দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি রক্তনালীর ব্লক নিয়ে। মানবদেহে মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত অসংখ্য রক্তনালী আছে। এই রক্তনালী হার্ট থেকে খাদ্যগুণ নিয়ে শরীরের নানা জায়গাতে পৌঁছে দেয়। অতিরিক্ত চর্বি জমে এ নালীতে অনেক সময় ব্লক হয়। হার্টে যে কারণে ব্লক হয়, একই কারণে দেহের অন্য অংশেও ব্লক হতে পারে। ব্রেনের রক্তনালীতে ব্লক হলে সেটাকে বলা হয় ব্রেন স্ট্রোক, হার্টে হলে বলা হয় হার্ট অ্যাটাক আর পায়ের রক্তনালীতে হলে বলা হয় পায়ে ব্লক। যারা নিয়মিত কায়িক পরিশ্রম করেন না, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, যারা স্থুলতায় আক্রান্ত, এবং যারা ধূমপায়ী, তাদের রক্তনালীতে ব্লক হওয়ার ঝুঁকি বেশি।