বাংলা

দেহঘড়ি পর্ব-৬৪

CMGPublished: 2022-04-08 21:15:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

#বুলেটিন

বধির শিশুরা চিকিৎসা পাচ্ছে বিনামূল্যে

বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পূর্ণ বধির শিশুরা ককলিয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বধির শিশুর জন্য প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের এই চিকিৎসাসেবা কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

অটিজম সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। উপাচার্য জানান, বেশ কিছু দিন আগেও দেশে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা অবহেলিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদের উদ্যোগে নানা রকম চিকিৎসা সুবিধা পাচ্ছে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা।

উন্নত দেশগুলোর পরিবেশ দূষণে ভুগতে হচ্ছে বাংলাদেশকেও

নিজেদের দূষণে নয়, বরং উন্নত দেশগুলোর অতিমাত্রিক দূষণের ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এতে দেশের ২০ শতাংশ জমি পানির নিচে তলিয়ে যাবে।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় পর্যায়ের এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে হঠাৎ ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব বাড়ার পেছনে পানি ও পরিবেশ দূষণকে দায়ী করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গাছ কেটে পরিবেশের ক্ষতি করা হচ্ছে । ঢাকায় দেড় কোটি লোক বসবাস করে। কিন্তু এত শব্দদূষণ, ধোয়া আর ধুলোবালির কারণে এ শহরে সংক্রামক, অসংক্রামক সব রোগই বাড়ছে। তিনি বলেন, পানিদূষণ রোধ করতে হবে এবং কৃষকদের কীটনাশক ব্যবহার কমাতে হবে।

জমিতে বেশি কীটনাশক ব্যবহারের কারণে উৎপাদিত খাদ্যে মানুষের অসুস্থ হওয়ার হার বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn