দেহঘড়ি পর্ব-৫৭
একদিনে দেওয়া হবে এক কোটি টিকা: প্রথম ডোজ শেষ হচ্ছে ২৬ ফেব্রুয়ারি
করোনা সংক্রমণ প্রতিরোধে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী ১ কোটি ডোজ টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। সম্প্রতি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য তিনি। পাশাপাশি দেশে চলমান টিকা কর্মসূচিতে প্রথম ডোজ টিকা প্রয়োগ কার্যক্রম আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হবে বলে জানান তিনি। এরপর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। এক সমীক্ষার বরাত দিয়ে স্বাস্থ্য মহাপরিচালক বলেন, করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তাদের মধ্যে যারা মারা গিয়েছেন, তাদের বেশিরভাগই টিকা নেননি। আর যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে মৃত্যুর হার কম বলে উল্লেখ করেন তিনি।
ক্যান্সারে আক্রান্ত শিশুদের ৭০ শতাংশই সুস্থ হয়
দেশে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর বাংলাদেশে দেড় লাখেরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। এদের মধ্যে ২০ হাজার আক্রান্তই শিশু। আর আক্রান্ত এসব শিশুদের মধ্যে প্রায় ৭০ শতাংশই চিকিৎসার মাধ্যমে সুস্থ হয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। সম্প্রতি বিশ্ব শিশু ক্যান্সার দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব তথ্য জানান। - তানজিদ/রহমান
## আপনার ডাক্তার
দেহঘড়ির আজকের পর্বে আমরা আলোচনা করেছি ব্রঙ্কিউলাইটিস নিয়ে। ব্রঙ্কিউলাইটিস একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যা। এটি মূলত শিশুদের রোগ। বাংলাদেশে ব্রঙ্কিউলাইটিস অনেকটা আকস্মিক বহিঃপ্রকাশ ঘটেছে। কয়েক বছর পরপর ব্রঙ্কিউলাইটিস রোগের ব্যাপক প্রাদুর্ভাব ঘটে। ২০০০ ও ২০০১ সালে প্রাদুর্ভাব ঘটায় বাংলাদেশে ব্রঙ্কিউলাইটিস রোগটি সম্পর্কে প্রথম সচেতনতা তৈরি হয়। এর আগে শিশুদের সব শ্বাসকষ্টকে নিউমোনিয়া বলেই ভুল করা হতো। এক বছরের কম, বিশেষ করে দুই থেকে ছয় মাস বয়সের শিশুরাই প্রধানত ব্রঙ্কিউলাইটিস আক্রান্ত হয়। যেসব শিশু বুকের দুধ খেতে পারেনি, যারা স্বল্প ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে, যাদের ধূমপানকারী পরিবারের জন্ম হয়েছে এবং যারা জন্মগত হৃদ্রোগে আক্রান্ত তারা ব্রঙ্কিউলাইটিসে আক্রান্ত হলে অসুখটি দীর্ঘস্থায়ী হয়। সামান্য জ্বর, নাক দিয়ে পানি পড়া, অস্থিরতা, খেতে না পারা, অবিরাম কান্না, গলা বসে যাওয়া, হাসি থেমে যাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া, শ্বাসকষ্ট হওয়া ইত্যাদি ব্রঙ্কিউলাইটিসের উপসর্গ। এ রোগের নানা দিক নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হন ডাক্তার এআরএম লুৎফুল কবীর । তিনি কাজ করছেন আদ-দ্বীন ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে, শিশুরোগ বিশেষজ্ঞ ও অধ্যাপক হিসাবে।