বাংলা

দেহঘড়ি পর্ব-৫৭

CMGPublished: 2022-02-18 18:31:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’, এবং ‘মৌসুমি হেলথ টিপস’।

#প্রতিবেদন

বাংলাদেশে স্পোর্টস মেডিসিন ক্লিনিক নির্মাণের পরিকল্পনা

ক্রীড়াসংশ্লিষ্ট ইনজুরিসহ নানা সমস্যা সংক্রান্ত চিকিৎসা সেবায় স্পোর্টস মেডিসিন ক্লিনিক তৈরির পরিকল্পনা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন –বিএএসএম।

প্রতিষ্ঠানটির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ক্রীড়াঙ্গন ও ক্রীড়াবিদ সংশ্লিষ্ট যারা আছে, তারা ফিজিওথেরাপি ছাড়া আর কোনো চিকিৎসা সেবা পান না। তাদের যথাযথ চিকিৎসায় একটি স্পোর্টস মেডিসিন ক্লিনিক করার পরিকল্পনা করা হচ্ছে।

ডা. আতিকুর রহমান বলেন, স্পোর্টস মেডিসিনের পরিসরটা বেশ বিস্তৃত। এটা কোনো ইনজুরি সংক্রান্ত ব্যাপার নয়। একজন খেলোয়াড়ের নানা ধরনের সমস্যা হতে পারে। স্পোর্টস মেডিসিনের মূল কাজ হলো ইনজুরি, ফিটনেস, পুষ্টি, ডোপিং ইত্যাদি নিয়ে।

বিশেষজ্ঞদের মতে, স্পোর্টস মেডিসিন মূলত মেডিসিনের এমন একটি শাখা যেটি শরীরচর্চা এবং খেলাধুলা যথাযথ প্রয়োগের মাধ্যমে শারীরিক নানা সমস্যা দূর করতে সাহায্য করে। স্পোর্টস মেডিসিনের মাধ্যমে অস্টিওআর্থ্রাইটিস, পিঠ ব্যথা, হাড়ের সংযোগস্থলের ব্যথা, পেশীর সমস্যা, মানসিক নানা সমস্যা দূর করা সম্ভব। ডায়াবেটিস, স্থুলতা এবং উচ্চমাত্রার কোলেস্টোরল ঠিক রাখতেও এই মেডিসিন ব্যবহার করা হয়। - অভি/রহমান

#বুলেটিন

কেন্দ্রে গেলেই টিকা, লাগবে না এসএমএস

করোনাভাইরাসের টিকা পেতে নিবন্ধন করেও যারা এসএমএস পাচ্ছেন না, তাদের জন্য সুখবর জানালো স্বাস্থ্য অধিদফতর। এখন থেকে কেন্দ্রে গেলেই টিকা দেওয়া হবে, কোনো এসএমএসের প্রয়োজন হবে না। বুধবার দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক। নিবন্ধন করেও টিকার জন্য এসএমএস না পেলে অপেক্ষা না করে সরাসরি টিকা কেন্দ্রে চলে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকটি কেন্দ্রকেই নির্দেশনা দেওয়া হয়েছে, সবাইকে যেন এসএমএস দিয়ে দেওয়া হয়।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn