দেহঘড়ি পর্ব-৫০
করোনা প্রতিরোধে ৩ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা চীনের
করোনা প্রতিরোধে আগামী ৩ বছরের মধ্যে আন্তর্জাতিক সহায়তার অংশ হিসেবে অতিরিক্ত আরও ৩ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। ২০২১ সালে বিশ্বব্যাপী করোনা সহযোগিতার ব্যাপারে প্রেসিডেন্ট সি চিনপিং যেসব প্রতিশ্রুতি দেন এটি তার মধ্যে অন্যতম। চায়না মিডিয়া গ্রুপের এক খবরে বলা হয়, সারা বিশ্বের ১২০টিরও বেশি দেশ ও সংস্থাকে অন্তত ২ বিলিয়ন ডোজ করোনা টিকা উপহার হিসেবে পাঠায় চীন। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে অন্তত ৫৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। সবচেয়ে বেশি হুমকিতে আছে উন্নয়নশীল দেশগুলো। চলতি বছর আন্তর্জাতিক নানা বৈঠকে অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশকে টিকা সহযোগিতা দেওয়ার প্রতিশ্রতি দেন চীনা প্রেসিডেন্ট।
দেহঘড়ির আজকের পর্বটি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। আজ আমাদের অতিথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নাজমুল হক। জনাব নাজমুল হক আলোচনা করেছেন ছোট ছোট অভ্যাসের মাধ্যমে কিভাবে ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও হৃদরোগের মতো জটিল রোগ প্রতিরোধ করা যায়। সাক্ষাৎকার নিয়েছেন এইচআরএস অভি।
## দেহঘড়ির ৫০তম পর্বের বিশেষ আয়োজন
সাক্ষাৎকারে এবারের অতিথি: ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার নাজমুল হক
জনাব নাজমুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তিনি আলোচনা করেছেন ছোট ছোট অভ্যাসের মাধ্যমে কিভাবে ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও হৃদরোগের মতো জটিল রোগ প্রতিরোধ করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় কাজ করছেন দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের এই কর্মকর্তা।
বিশেষ পর্বে সাক্ষাৎকার নিয়েছেন এইচআরএস অভি।