দেহঘড়ি পর্ব-৫০
দেহঘড়ি পর্ব-৫০
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের একটি বিশেষ সাক্ষাৎকার।
#প্রতিবেদন
আরও ২ কোটি টিকা এলো চীন থেকে
চীন থেকে বাংলাদেশে এসেছে করোনাভাইরাসের আরও ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা।
ইউনিসেফ বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক ও ইউনিসেফের মধ্যে যৌথভাবে খরচ বহনের চুক্তির আওতায় মঙ্গলবার এসব টিকা দেশে এসেছে।
বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এ দফায় চীন থেকে বাংলাদেশে ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা আসার মধ্য দিয়ে এ বছর জুন মাস থেকে এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা-অনুমোদিত বিভিন্ন সূত্র থেকে ইউনিসেফ ১০ কোটিরও বেশি টিকা সরবরাহ করেছে বাংলাদেশে।
ইউনিসেফ সরবরাহকৃত ১০ কোটি ডোজ টিকার মধ্যে ৫ কোটিরও বেশি সংগৃহীত হয়েছে কোভ্যাক্স সুবিধার মাধ্যমে। ইউনিসেফ সরবরাহকৃত এসব টিকার বাইরে বাংলাদেশ সরকার বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে, বিশেষ করে চীনের কাছ থেকে, বিপুল সংখ্যক টিকা সংগ্রহ করেছে।
ইউনিসেফের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিকার এই চালান ২০২২ সালের জুন মাসের মধ্যে বাংলাদেশের অন্তত ৮০ শতাংশ মানুষকে কোভিড-১৯ টিকার আওতায় আনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
চলতি বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার ২৮.৪৪ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে।
#হেল্থ_বুলেটিন
বুস্টার ডোজের প্রয়োগ শুরু বাংলাদেশে
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে শুরু হয়েছে বুস্টার ডোজের প্রয়োগ। গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক জানিয়েছেন, বুস্টার ডোজের প্রয়োগ স্বল্প পরিসরে শুরু হয়েছে। চিঠি দেওয়া হয়েছে দেশের সবকটি কেন্দ্রে। যে কেন্দ্রগুলো প্রস্তুত নেই তারা পর্যায়ক্রমে টিকা প্রয়োগের কার্যক্রম শুরু করবে।