বাংলা

দেহঘড়ি পর্ব-৫০

CMGPublished: 2021-12-31 20:48:37
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

রাজধানীর যেসব হাসপাতালে বুস্টার টিকা দেওয়া হচ্ছে সেগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউট হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।

বাংলাদেশে আরও ১ জনের অমিক্রন শনাক্ত

বাংলাদেশে আরও একজন করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪ জন অমিক্রন শনাক্ত হলেন। জার্মান সংস্থা জিআইএসএআইডি এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে অমিক্রন শনাক্ত ওই ব্যক্তির নমুনা নেওয়া হয় ২৭ ডিসেম্বর। তিনি একজন নারী এবং ঢাকা বিভাগের বাসিন্দা। এর আগে সোমবার এক ব্যক্তির অমিক্রন সংক্রমণ ধরা পড়ে। বাংলাদেশে সর্বপ্রথম জিম্বাবুয়ে ফেরত দুই নারীক্রিকেটার অমিক্রনে আক্রান্ত হন।

বাংলাদেশে ১১ সপ্তাহে সর্বোচ্চ করোনা শনাক্ত

বাংলাদেশে ক্রমেই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত বুধবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯৫ জনের। এ সংখ্যা আগের দিনের চেয়ে ৯৮ জন বেশি এবং গত ১১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হলো মোট ১৫ লাখ ৮৪ হাজার ৫১৮ জন। এছাড়া সংক্রমণ হার বেড়ে দাঁড়িয়েছে ২.৩৭ শতাংশে। দেশে করোনায় মোট মারা গেছে ২৮ হাজার ৬৩ জন।

এদিকে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রন এর পুরনো ডেল্টা ধরনের প্রাদুর্ভাব কমিয়ে দিতে পারে বলে দাবি করা হয়েছে নতুন এক গবেষণায়। দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীদের ওই গবেষণায় এমন চমকপ্রদ তথ্য মিলেছে। অমিক্রন আক্রান্ত ৩৩ জনের ওপর গবেষণায় দেখা গেছে, যারা করোনার নতুন এ ধরনে আক্রান্ত হয়েছেন তাদের শরীরে ডেল্টা ধরনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক অ্যালেক্স সিগ্যাল সোমবার টুইটারে লিখেছেন, তাদের অভিজ্ঞতা বলছে, অমিক্রন ডেল্টা ধরনকে বিতাড়িত করতে সাহায্য করবে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn