বাংলা

দেহঘড়ি পর্ব-৪১-China Radio International

criPublished: 2021-10-29 19:25:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশেষজ্ঞদের মতে, স্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার চার ঘণ্টার মধ্যে চিকিৎসার আওতায় আনা গেলে রোগীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব।

অভি/রহমান

## হেলথ বুলেটিন

বাংলাদেশে স্কুলশিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু ১ নভেম্বর

নভেম্বরের প্রথম দিন থেকে বাংলাদেশজুড়ে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বৃহস্পতিবার সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার কার্যক্রম ১ তারিখ থেকে শুরু করা যাবে। প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্রে দিয়ে শুরু করা হবে। একটু সময় নিয়ে সারা দেশেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।"

শিক্ষার্থীদের দেওয়া হবে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা। স্বাস্থ্য অধিদপ্তর প্রতি দিন ৪০ হাজার শিশুকে টিকা দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

সিনোফার্মের আরও দেড় লাখ টিকা এসেছে বাংলাদেশে

চীন থেকে সিনোফার্মের আরও দেড় লাখ ডোজ করোনাভাইরাসের টিকা এসেছে বাংলাদেশে। টিকার চালানটি মঙ্গলবার বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে সিনোফার্মের এ টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বাংলাদেশে টিকাদান কার্যক্রম অনেকটাই নির্ভর করছে চীনে উৎপাদিত সিনোফার্ম টিকার উপর। এ পর্যন্ত বাংলাদেশে প্রয়োগ করা হয়েছে প্রায় ৪ কোটি ২০ লাখ চীনা টিকা। এছাড়াও অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার এবং মর্ডানার টিকাও দেওয়া হচ্ছে।

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ২৪ কোটি

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ কোটি ৫৭ লাখে। এই মরণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৮৭ হাজারেরও বেশি মানুষের। আর করোনা থেকে সুস্থ হয়েছে ২২ কোটি ২৭ লাখ মানুষ।

বৃহস্পতিবার বেলা ১১ টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সে এই তথ্য পাওয়া গেছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn