বাংলা

দেহঘড়ি পর্ব-৪১-China Radio International

criPublished: 2021-10-29 19:25:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এদিকে বিশ্বব্যাপী আজ (২৯ অক্টোবর) পালিত হয়েছে ওয়ার্ল্ড স্ট্রোক ডে। এবার এ দিবসের প্রতিপাদ্য, ‘মিনিট ক্যান সেভস লাইফ’। বাংলাদেশও পালন করেছে দিবসটি। এ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য এক র‌্যালীর। এতে অংশ নেন দেশসেরা নিউরোসার্জনরা।

মানুষকে স্ট্রোকের ঝুঁকি সর্ম্পকে সচেতন করেন তারা। আলোচনায় উঠে আসে স্ট্রোকের নানা উপসর্গ, প্রতিকার ও চিকিৎসা নিয়ে গুরত্বপূর্ণ কিছু তথ্য। রোগীদের সবোর্চ্চ সেবা নিশ্চিত করতে স্বতন্ত্র স্ট্রোক ইউনিট চালু করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান এই বিশেষজ্ঞরা।

ডা. শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারী বিভাগ, ডিএমসি

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn