দেহঘড়ি পর্ব-৩৬-China Radio International
চীনে করোনাভাইরাসের টিকাগ্রহণের হার বিশ্বে সর্বোচ্চ
গত শনিবার পর্যন্ত চীনে মোট ২১৭ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। মোট ১১০ কোটিরও বেশি মানুষকে এসব টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বা দুই ডোজ টিকা নিয়েছে ১০২ কোটিরও বেশি মানুষ। টিকা গ্রহণকারীর সংখ্যা দেশের মোট জনসংখ্যার ৭৮ শতাংশ। অর্থাৎ, চীনে করোনাভাইরাসের টিকার ডোজ ও টিকা নেওয়া মানুষের সংখ্যা বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। চীনের রাষ্ট্রীয় পরিষদ এ তথ্য জানিয়েছে।
## আপনার ডাক্তার
দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার নিয়ে। লিউকেমিয়া রক্ত বা অস্থিমজ্জার এক ধরনের ক্যান্সার। অল্প বয়সীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। এই রোগের প্রকৃত কারণ অজানা। তবে ধূমপান, তেজস্ক্রিয়তা, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল এ রোগের ঝুঁকি বাড়ায়। লিউকেমিয়া হলে স্বাভাবিক রক্ত উৎপাদন ব্যাহত হয়। ফলে শরীরে নানা রকম উপসর্গ দেখা দেয়, যেমন স্বল্প চোটে রক্তপাত, খাবারে অরুচি, বুক ধড়ফড় করা, শরীর ফ্যাকাসে হয়ে যাওয়া, ঘন ঘন সংক্রমণ বা জ্বর হওয়া, গায়ে কালো কালো দাগ পড়া, ইত্যাদি। প্রতিবছর বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মারা যায় এ রোগে। ২০১০ সালে বিশ্বজুড়ে লিউকেমিয়ায় প্রাণ হারায় প্রায় ২ লাখ ৮১ হাজার ৫শ মানুষ। এ রোগ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন হেমাটোলজি বিশেষজ্ঞ ডা. গুলজার হোসেন উজ্জল। তিনি কাজ করছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালে।
#টেলিমেডিসিন সেবা নিয়ে বিশেষ সাক্ষাৎকার
টেলিমেডিসিন সেবা দিন দিন জনপ্রিয় হচ্ছে বিশ্বজুড়ে, বিশেষ করে বর্তমানে কোভিড-১৯ মহামারিকালে এ সেবার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে বহুলাংশে। টেলিমেডিসিন সেবা প্রদানে চীন এগিয়ে আছে অনেক দেশের তুলনায়। সেখানকার এ সেবা নিয়ে চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে কথা বলেছেন ডাক্তার আরিফুল হক। তিনি চীনের ইউননানে অবস্থিতি খুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইয়ান আন হাসপাতালে কর্মরত আছেন অর্থোপেডিক সার্জারি ডিপার্টমেন্ট আবাসিক চিকিৎসক হিসাবে। সাক্ষাৎকার নিয়েছেন হাবিবুর রহমান অভি।
ডা. আরিফুল হক
দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।