বাংলা

দেহঘড়ি পর্ব-৩৬-China Radio International

criPublished: 2021-09-24 19:01:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, স্বাস্থ্যবিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভূবনে বাস’ এবং একটি বিশেষ সাক্ষাৎকার।

## প্রতিবেদন

বাংলাদেশে ২ ডোজ টিকা পেয়েছেন ৯ শতাংশের বেশি মানুষ

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে মুক্তি পেতে টিকা নেওয়ার প্রতি বেশ আগ্রহ বেড়েছে বাংলাদেশের সাধারণ মানুষের। টিকা প্রয়োগেও গতি এসেছে।

চলতি বছর ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয় গণটিকা কার্যক্রম। এরপর আগস্ট পর্যন্ত ৪ শতাংশের কিছু বেশি মানুষকে দুই ডোজ দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু গেল ৩ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ গেল ৭ মাসে পূর্ণ ২ ডোজ টিকা পেয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৮১ হাজার মানুষ।

এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে সরকার এক কোটিরও বেশি মানুষকে টিকা দিতে উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

করোনা সংক্রমণ ঠেকাতে দেশের ৮০ শতাংশ নাগরিককে বিনা মূল্যে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯১ লাখ। সে হিসাবে সাড়ে ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনতে হবে। এ জন্য বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহ করছে বাংলাদেশ সরকার। - অভি/রহমান

##হেল্‌থ বুলেটিন

বাংলাদেশে পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা

চীনের সিনোফার্ম-তৈরি আরও ৫০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা বাংলাদেশে পৌঁছেছে। গত বুধবার মধ্যরাতে টিকাবহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের জনসংযোগ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমগুলোকে এ তথ্য জানান। এনিয়ে সিনোফার্মের মোট ২ কোটি ৯৯ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn