বাংলা

দেহঘড়ি পর্ব-৩৬-China Radio International

criPublished: 2021-09-24 19:01:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নতুন করে ৮৯ লাখ টিকা বরাদ্দ পেল বাংলাদেশ

কোভ্যাক্স উদ্যোগের আওতায় নতুন করে ৮৯ লাখ ডোজ করোনাভাইরাসের টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। এ বছরের শেষের দিকে এই টিকা বাংলাদেশে আসবে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফরে থাকা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান, বরাদ্দ পাওয়া টিকার মধ্যে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার। এ বছরের শেষ তিন মাসে অন্যান্য উৎস থেকে আরও টিকা আসবে বলে আশা প্রকাশ করেছেন শাহরিয়ার আলম।

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ছাড়িয়েছে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ২২ হাজারেরও বেশি মানুষের। আর করোনা থেকে সুস্থ হয়েছে ২০ কোটি ৭০ লাখ মানুষ। বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সে এই তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা-আক্রান্ত দেশের তালিকায় এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তালিকায় দুই ও তিনে অবস্থান করছে যথাক্রমে ভারত ও ব্রাজিল। সর্বাধিক করোনা আক্রান্তের এই তালিকায় ২৮ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

বাংলাদেশি তরুণী পেলেন গোলকিপার্স অ্যাওয়ার্ড

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার স্বীকৃতি হিসেবে ‘গোলকিপার্স গ্লোবাল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন বাংলাদেশি তরুণী ফাইরুজ ফাইজা। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যারা কাজ করছে এমন ব্যক্তিদের ‘গোলকিপার্স গ্লোবাল চেঞ্জমেকার’ অ্যাওয়ার্ড দেয় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন । ‘মনের স্কুল’ নামে একটি প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ফাইরুজ। এই প্রতিষ্ঠানটি অনলাইনে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn