দেহঘড়ি পর্ব-৩১-China Radio International
##হেল্থ বুলেটিন
বাংলাদেশে টিকা কার্যক্রম: মঙ্গলবার প্রথম ডোজ নেওয়া ৯৭ শতাংশই সিনোফার্মের
বাংলাদেশে বর্তমানে যারা প্রথমবারের মতো টিকা নিচ্ছেন, তাদের অধিকাংশকেই দেওয়া হচ্ছে চীনের টিকা। গেল কয়েকদিন ধরে দেশে চলমান টিকা কার্যক্রম অনেকটাই নির্ভর করছে চীনে উৎপাদিত টিকার উপর।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার সারাদেশে প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৭৯ হাজার মানুষ। এর মধ্যে ১ লাখ ৭৪ হাজারই পেয়েছেন সিনোফার্মের টিকা। সে হিসেবে নিবন্ধন করা ৯৭ শতাংশ মানুষই নিয়েছেন চীনা টিকা।
রাজনীতি না করে বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে কোভিডের উৎস বের করার আহ্বান
পাকিস্তানের একজন বিশেষজ্ঞ বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বৈশ্বিক নিয়ন্ত্রণ সংস্থাগুলোর উচিত কোভিড-১৯ এর উৎস নিয়ে রাজনীতি না করে, বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রকৃত উৎস খুঁজে বের করা। ইসলামাবাদ-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ মেহমুদ উল হাসান খান বলেন, করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রথম ধাপের গবেষণায় চীন সম্পূর্ণরূপে সহযোগিতা করেছে।
ডেল্টার চেয়েও ভয়ংকর ল্যাম্বডা: বিসিএসআইআর
করোনাভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা ভ্যারিয়েন্টের পর বাংলাদেশে ল্যাম্বডা ভ্যারিয়েন্টের উপস্থিতি পেয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ -- বিসিএসআইআর। ল্যাম্বডা ভ্যারিয়েন্ট ল্যাটিন আমেরিকান দেশ পেরুর ভ্যারিয়েন্ট হিসেবেও পরিচিত।
গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, মার্চ মাসে সংগ্রহ করা নমুনায় রাজধানীর ৪৯ বছর বয়সী একজন নারীর শরীরে সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়। গবেষকরা বলছেন, পেরু থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন এই ধরন বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করেছে। পেরুতে করোনাভাইরাস শনাক্তের ৮১ শতাংশই ল্যাম্বডা ভ্যারিয়েন্টে আক্রান্ত। নতুন এই ভ্যারিয়েন্টটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি সংক্রামক বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যবিদরা।তানজিদ/রহমান
## কী খাবো, কী খাবো না
শেষ নেই ডুমুরের গুণের
ডুমুর একটি পবিত্র ফল ইসলামসহ বেশ কয়েকটি ধর্মে। এ ফলের রয়েছে নানা স্বাস্থ্যগত উপকারিতা। বর্তমানে এ ফলটি বেশ জনপ্রিয় হচ্ছে বাংলাদেশে। ডুমুরে থাকে ভিটামিন, খনিজ উপাদান ও প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট। এ ফল নিয়মিত খেলে বেশ কয়েকটি রোগ-ব্যাধি থেকে বাঁচা যায়।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে: শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে এবং সোডিয়ামের পরিমাণ বেড়ে গেলে উচ্চ রক্তচাপ সৃষ্টি হয়। নিয়মিত ডুমুর খেলে এ দুটি খনিজ পদার্থের ভারসাম্য বজায় থাকে। ফলে নিয়ন্ত্রণে থাকে উচ্চ রক্তচাপ।