বাংলা

দেহঘড়ি পর্ব-৩১-China Radio International

criPublished: 2021-08-20 19:58:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে টিকা উৎপাদন নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার, স্বাস্থ্য বুলেটিন এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’ ।

## স্বাস্থ্য প্রতিবেদন

করোনাভাইরাসের যৌথ টিকা উৎপাদনে বাংলাদেশ

প্রথম বারের মতো যৌথ টিকা উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে চীনের সিনোফার্ম, বাংলাদেশের স্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি ত্রিপক্ষীয় চুক্তি। এ চুক্তি স্বাক্ষরের বিষয়টিকে বাংলাদেশের জন্য মাইলফলক বলছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি চীন ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয় এই ঐতিহাসিক চুক্তি। মহামারি মোকাবিলায় উন্মোচিত হয়েছে নতুন দিগন্ত। চুক্তির আওতায় প্রথমবারের মতো দেশের মাটিতেই টিকা উৎপাদনের সুযোগ পেয়েছে বাংলাদেশ।

টিকা উৎপাদন চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী, ইন্সেপ্টার চেয়ারম্যান এবং চীনের ন্যাশনাল বায়োটেক গ্রুপ কোম্পানি ও সিনোফার্মের প্রেসিডেন্ট।

চুক্তিতে স্বাক্ষর করছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও চীনা রাষ্ট্রদূত লি জিমিং

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশের সঙ্গে যৌথ টিকা উৎপাদনে যেতে পেরে পেরে চীন আনন্দিত। তবে চ্যালেঞ্জ রয়েছে উৎপাদন পরবর্তী বিতরণ ব্যবস্থায়। পুরো কার্যক্রম সফল করতে সবাইকে আরও উদ্যমী হওয়ার আহবান জানান চীনা রাষ্ট্রদূত।

লি জিমিং , ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn