দেহঘড়ি পর্ব-২৫-China Radio International
আজ আমরা কথা বলেছি করোনা মহামারিকালীন মানসিক সমস্যা ও তার প্রতিকারের উপায় নিয়ে। করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বে অন্তত ৪০ লাখ মানুষ মারা গেছে এবং সাড়ে ১৮ কোটি মানুষ আক্রান্ত হয়েছে। বাংলাদেশে এ রোগে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ১৬ হাজার ব্যক্তি আর আক্রান্ত হয়েছে ৯ লাখ ৯০ হাজারের মতো। করোনায় আক্রান্ত হওয়ার পর যারা প্রাণে বেঁচে আছে, তাদের দেহের ওপরও বিভিন্ন মাত্রায় প্রভাব পড়েছে এ রোগের। তবে এর মানসিক প্রভাব হয়েছে ব্যাপকবিস্তৃত। আক্রান্ত-অনাক্রান্ত নির্বিশেষে মানুষ নানা ধরনের মানসিক সমস্যায় ভুগছে করোনাভাইরাসের কারণে। বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তূর্ণা ত্রিবেণী মিথিলা। তিনি বর্তমানে রাজধানীর প্রবীণ হাসপাতালে কর্মরত।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।