দেহঘড়ি পর্ব-২৩-China Radio International
সবাইকে টিকার আওতায় আনার পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করারও তাগিদ দেন বিশেষজ্ঞরা। - হাবিবুর রহমান অভি/রহমান
##হেল্থ বুলেটিন
দেশের সবাইকে বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে: শেখ হাসিনা
দেশের সব মানুষকে বিনামূল্যে করোনা টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আন্তর্জাতিক নিরপত্তা সংক্রান্ত নবম মস্কো সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এ সব কথা বলেন তিনি। এসময় বাংলাদেশের টিকা উৎপাদন সক্ষমতাকে কাজে লাগিয়ে বিশ্ব সম্পদ্রায়কে সহায়তা করার আশাবাদও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
করোনা টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার দিচ্ছে এডিবি
করোনা ভাইরাসের টিকা কিনতে বাংলাদেশের জন্য ৯৪ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক - এডিবি। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এ ঋণের পরিমাণ হবে ৭ হাজার ৯৪৫ কোটি টাকা। করোনা টিকা কেনায় এটিই বাংলাদেশের পাওয়া সবচেয়ে বড় ঋণ সহায়তা। টিকা কিনতে এডিবির কাছে ৫০ কোটি ডলার ঋণ চেয়ে গত নভেম্বরে চিঠি দেয় বাংলাদেশ। তবে প্রত্যাশার তুলনায় প্রায় দ্বিগুণ ঋণ পাওয়া গেছে।
ঢাকায় ৭১ ও চট্টগ্রামে ৫৫ শতাংশ মানুষের দেহে অ্যান্টিবডি
বাংলাদেশের রাজধানী ঢাকায় ৭১ শতাংশ এবং বন্দর নগরী চট্টগ্রামে ৫৫ শতাংশ মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ - আইসিডিডিআর,বি। গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি এ পাঁচ মাসে ঢাকা ও চট্টগ্রামের বস্তি ও এ সংলগ্ন এলাকায় ৩ হাজার ২২০ জনের মধ্যে একটি গবেষণা চালানো হয়।
করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ছাড়িয়েছে
জুন ২১, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ কোটি ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯ লাখেরও বেশি মানুষের। অপরদিকে করোনা থেকে সুস্থ হয়েছে সাড়ে ১৬ কোটিরও বেশি মানুষ। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এই তথ্য জানিয়েছে। সাম্প্রতিককালে বাংলাদেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বের সর্বাধিক করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় আরও একধাপ এগিয়ে বর্তমানে ৩১ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এই তালিকায় এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই ও তিনে রয়েছে যথাক্রমে ভারত ও ব্রাজিল।
চীনে ১০০ কোটি টিকা দেয়ার রেকর্ড
করোনাভাইরাসের টিকা দেওয়ার রেকর্ড গড়েছে চীন। প্রথম কোনো দেশ হিসেবে ১০০ কোটি ডোজ টিকা প্রয়োগ করেছে দেশটি। গত দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানায়। চীনে দেওয়া টিকা সারা বিশ্বে প্রয়োগকৃত টিকার ৪০ শতাংশ। বিশ্বে এখন পর্যন্ত ২৫০ কোটি টিকা প্রয়োগ করা হয়েছে। এ বছরের মার্চে বিনা মূল্যে টিকা প্রয়োগ শুরু করে চীন। চীনে ১৮ বছরের কম বয়সীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। চলতি বছর টিকা দেওয়ার উপযুক্ত ৭০ শতাংশ চীনা নাগরিককে টিকা দিতে চাইছে দেশটি।
আরেকজন চীনা নাগরিক স্কাই। তিনি জানান, টিকা নেওয়ার পর কিছুটা ক্লান্তি অনুভব হয়েছে তার। একদিন বিশ্রাম নিয়ে কাজে ফিরেছেন তিনি। যারা সামনে টিকা নেবেন তাদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন স্কাই। - তানজিদ/রহমান
##
বাংলাদেশে টিকা নিয়ে ভালো আছেন চীনারা
বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদেরও টিকা দেওয়া হয়েছে। টিকা নিয়েছেন এমন দুজন চীনা নাগরিকের সঙ্গে কথা বলেছে চীন আন্তর্জাতিক বেতার। এদের একজন ২৯ বছর বয়সী কেটি চেন, যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছেন। চেন বলেন, চীনের সিনোফার্ম টিকা নেওয়ার দুই থেকে তিন ঘণ্টা পর স্বাভাবিক কাজকর্মে ফিরেছেন তিনি।