চোখ নিয়ে ভুল ধারণা অনেক-China Radio International
ছানি কি কেবল সম্পূর্ণ গঠিত হলেই দূর করা যায়?
না অস্ত্রপচারের মাধ্যমে ছানি দূর করতে এটার পূর্ণ গঠন পর্যন্ত অপেক্ষা করতে হয় না। ছানি অপারেশনের আধুনিক যন্ত্রপাতি দিয়ে এখন এটা দূর করা যায় একেবারে প্রাথমিক স্তরে, অর্থাৎ যখন দৃষ্টি ঘোলাটে হতে শুরু করে তখনই।
কম্পিউটারের দিকে দীর্ঘসময় তাকিয়ে থাকলে কি দৃষ্টিশক্তি কমে?
প্রতিদিন দীর্ঘ সময় ধরে কম্পিউটার বা অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসের দিকে তাকিয়ে থাকলে চোখ ক্লান্ত হয়ে পড়ে, তবে দৃষ্টিশক্তি কমে না। তাই চোখের আরামের জন্য দুই-তিন ঘণ্টা পর পর ১০-১৫ মিনিট বিরতি নেওয়া উচিৎ। এতে চোখ ক্লান্ত হবে না।
চোখ কি প্রতিস্থাপন করা যায়?
অনেকে মনে করেন, পুরো চোখ প্রতিস্থাপন করা যায়। কিন্তু বাস্তবতা হলো এটা এখনও করা যায় না। চোখ একটি অতি জটিল অঙ্গ, যেটি অপটিক স্নায়ুর মাধ্যমে মস্কিষ্কের সঙ্গে যুক্ত থাকে। অপটিক স্নায়ু ১০ লাখ অতিক্ষুদ্র স্নায়ু দ্বারা গঠিত। অপটিক স্নায়ু যদি কেটে যায়, তাহলে আর সেটাকে জোড়া দেওয়া যায় না। তবে হ্যাঁ কর্নিয়া প্রতিস্থাপন সম্ভব এবং এর মাধ্যমে অনেককে অন্ধত্বের হাত থেকে বাচাঁনো যায়।
অল্প আলোতে পড়লে কি চোখের জ্যোতি কমে?
এটা অনেকেই বিশ্বাস করেন, অল্প আলোয় পড়লে চোখের জ্যোতি কমে যায়। এমন বিশ্বাসের কোনও ভিত্তি নেই। তবে এটা ঠিক অল্প আলোতে পড়লে চোখ খুব দ্রুত ক্লান্ত হয়ে যায়। তাই চোখের আরামের জন্য পর্যাপ্ত আলোতে পড়া উচিত। খেয়াল রাখতে হবে পড়ার সময় বইয়ের পাতায় যেন পর্যাপ্ত আলো পড়ে।
জন্মের আগেই কি শিশুদের চোখ সম্পূর্ণ গঠিত হয়ে যায়?
সাধারণত একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তখন তার চোখের আকার থাকে একজন পূর্ণবয়স্ক মানুষের চোখের প্রায় দুই-তৃতীয়াংশ। চোখের আকার জন্মের পরেও বাড়তে থাকে দুটি পর্যায়ে -- জীবনের প্রথম কয়েক বছরে এবং বয়ঃসন্ধিকালে।
গাজর খেলে কি চোখের জ্যোতি বাড়ে?