বাংলা

চোখ নিয়ে ভুল ধারণা অনেক-China Radio International

criPublished: 2021-05-21 18:59:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মানুষের ৫টি ইন্দ্রিয়ের মধ্যে চোখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চারপাশের পরিবেশ থেকে মানুষের মস্তিষ্কে যত তথ্য পৌঁছায়, তার ৮০ শতাংশই আসে শুধু চোখের মাধ্যমে। অন্যভাবে বললে, মস্তিষ্কের চার-পঞ্চমাংশ জায়গায় সংরক্ষিত থাকে শুধু চোখের জন্য আর বাকি এক-পঞ্চমাংশ বাকি ৪টি ইন্দ্রিয়ের জন্য। তবে এই চোখ নিয়ে মানুষের মধ্যে আছে নানা ভুল ধারণা। চলুন জেনে নেই চোখ নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো সম্পর্কে:

লক্ষ্মী ট্যারা কি সৌভাগ্যের লক্ষণ?

সাধারণের মধ্যে, বিশেষ করে অনগ্রসর জনগোষ্ঠির মধ্যে বহুকাল ধরে এমন ধারণা রয়েছে যে, চোখ সামান্য ট্যারা বা বাঁকা হওয়া ভাল; এটা সৌভাগ্যের লক্ষণ। সেকারণে সামান্য ট্যারা চোখকে তারা লক্ষ্মী ট্যারা বলে ডাকেন। কিন্তু প্রকৃতপক্ষে এটি একটি ভুল ধারণা। আর এমন ভুল ধারণার কারণে যথাসময়ে চিকিৎসার ব্যবস্থা না করায় অনেক শিশু অন্ধ হয়ে যায়। সাধারণত কোনও কিছুর দিকে তাকালে দুই চোখের মণি একই সঙ্গে একইভাবে নড়ে। তাই স্বাভাবিক চোখে মণি দুটো একই রেখায় থাকে। কিন্তু ট্যারা চোখে একসঙ্গে দুই চোখের মণি একইভাবে নড়াচড়া করে না। এ কারণে দৃষ্টি একটি নির্দিষ্ট বিন্দুতে মেলে না। যে চোখটি ট্যারা হয়, মস্তিষ্ক নিজে থেকে ওই চোখের দেখার ক্ষমতা কমিয়ে দেয়। তাতে ওই চোখটি নিষ্ক্রিয় হয়ে যায় এবং দৃষ্টিশক্তি হারাতে থাকে। আবার অন্যদিকে একটি চোখ নিষ্ক্রিয় হয়ে পড়লে বাকি চোখের ওপর অতিরিক্ত চাপ পড়ে। দীর্ঘদিন এমন চাপ থাকলে ভালো চোখটিরও জ্যোতি কমে যেতে থাকে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি কমা কি অনিবার্য?

এটা মানুষের মধ্যে একটা ব্যাপকবিস্তৃত ধারণা যে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি কমবেই। এটা বেশিভাগ ক্ষেত্রে ঠিক হলেও, সব ক্ষেত্রে নয়। হ্যাঁ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের নানা সমস্যা দেখা দিতে পারে, যেমন প্রেসবায়োপিয়া, ছানি ও গ্লুকোমা, যেগুলো দৃষ্টিশক্তি কমায়। তবে নিয়মিত চোখের পরীক্ষা ও চিকিৎসা দৃষ্টিশক্তি হ্রাস রোধ করতে বা গতি ধীর করে দিতে পারে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn