বাংলা

সামুদ্রিক বর্জ্য ব্যবস্থাপনায় কীভাবে সফল হলো চেচিয়াং

CMGPublished: 2024-04-26 22:08:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের পূর্ব উপকূলরেখার মাঝখানে অবস্থিত চেচিয়াং প্রদেশের সমুদ্র এলাকা ২ লাখ ৬০ হাজারবর্গ কিমি। দ্বীপ পর্যটন এবং অফশোর অ্যাকুয়াকালচার হলো উপকূলীয় বাসিন্দাদের আয়ের অপরিহার্য উৎস। এদিকে সমুদ্রের কাছাকাছি উৎস থেকেও আবর্জনা বেড়েছে।

প্রথাগত সামুদ্রিক ধ্বংসাবশেষ ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীদের অভাব, তহবিল এবং স্থায়িত্বের অসুবিধাগুলি কাটিয়ে উঠতে, ব্লু সার্কেল দূষণসমস্যার একটি টেকসই সমাধান প্রদান করেছে এবং কার্যকরভাবে প্রদেশে উপকূলীয় দূষণ হ্রাস করেছে।

তথ্য-উপাত্ত থেকে দেখা যায় এই ব্লু সার্কেল প্রকল্প চালু করার পর চেচিয়াং এর উপকূলীয় অঞ্চলের জলের গুণগত মান গত বছরের তুলনায় ৩০ শতাংশর বেশি বেড়েছে।

ব্লু সার্কেল এখন চীনের অন্যান্য স্থানেও চালু করা হচ্ছে। এই কার্যক্রমে ২ লাখের বেশি জাহাজ কয়েক হাজার উপকূলীয় বাসিন্দা এবং কয়েক হাজার প্রতিষ্ঠান এই কাজে অংশ নিচ্ছে। আশা করা যায় দূষণ সমস্যার সমাধান এবং বাস্তুতান্ত্রিক পরিবেশ উন্নত হবে।

শান্তা /রহমান

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn