বাংলা

সামুদ্রিক বর্জ্য ব্যবস্থাপনায় কীভাবে সফল হলো চেচিয়াং

CMGPublished: 2024-04-26 22:08:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এপ্রিল ২৬, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্বব্যাপী পরিবেশের জন্য একটি বড় সমস্যা হলো প্লাস্টিক বর্জ্য। সমুদ্রে প্লাস্টিক বর্জ্য সমস্যার সমাধানে একটি টেকসই কার্যকর পদ্ধতি গ্রহণ করেছে চীনের চেচিয়াং প্রদেশ।

চেচিয়াং প্রদেশের উপকূলীয় শহর লিনহাই। সমুদ্রে ভাসছে নৌযান। সামুদ্রিক প্লাস্টিক বর্জ্য বাছাই চলছে। সমুদ্রে প্লাস্টিক দূষণ বিশ্বজুড়ে একটা বড় সমস্যা চেচিয়াং প্রদেশ সাফল্যের সঙ্গে এই বর্জ্য ব্যবস্থাপনা করছে।এর ফলে পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অর্থনৈতিকভাবেও লাভবান হয়েছে দেশ। ব্লু সার্কেল নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে ডিজিটাল প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। মেরিন প্লাস্টিক বর্জ্য বেছে রিসাইকেল ও পুনরায় উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে। এতে অংশগ্রহণকারী মৎস্যজীবীরা যেমন উপকৃত হয়েছেন তেমনি উপকূলীয় জলের দূষণ কমেছে।

চেচিয়াং ভিশন ব্লু টেকনোলজি কো.লিমিটেডের অপারেশনস সুপারভাইজার মাও নিংথাও বলেন, "মাছ ধরার মৌসুম শেষ হওয়ার সাথে সাথে, কিছু মাছ ধরার নৌকা বন্দরে ফিরে আসে। পৌঁছানোর পরে, তারা তাদের জরাজীর্ণ এবং ফেলে দেওয়া মাছ ধরার জাল এবং তাদের মাছধরার সময় উদ্ধারকরা জালগুলো জমা দেয়। পরবর্তীকালে, আমরা এই জালগুলো উদ্ধার করি। সাধারণত , জেলেদের ব্যবহৃত মাছ ধরার জালের আয়ুষ্কাল প্রায় এক বছর। গত বছর, আমরা ২০০০ টন বাতিল মাছ ধরার জাল সংগ্রহ করতে পেরেছি।”

এই প্রকল্পে যুক্ত আছে ৬০ হাজার ব্যক্তি, ২৩৭টি কম্পানি, এবং ১০ হাজার জলযান। বহুমুখী ব্লু সাইকেল কোলবরেশন প্রকল্প গত অক্টোবরে ২৫০০ নমিনেশনের মধ্য থেকে প্রতিযোগিতা করে ২০২৩ সালে আর্থ অ্যাওয়ার্ড জয় করেছে। এটি জাতিসংঘের সবচেয়ে সম্মানজনক পরিবেশ বিষয়ক সম্মাননা। সামুদ্রিক দূষণরোধে সৃজনশীল পরিকল্পনার জন্য এই পুরস্কার জেতে উদ্যোগটি।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn