চীনের ‘কম উচ্চতা অর্থনীতি’ প্রসঙ্গ
ড্রোন ছাড়াও, কম উচ্চতা বিমানের আরেকটি উদ্ভাবন হল ইভটল। সম্প্রতি সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা সিআইআইই-এর একাধিক বুথে ইভটল প্রোটোটাইপগুলো ‘ভবিষ্যতের ভ্রমণের’ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সিআইআইই-র সবচেয়ে বড় প্রদর্শনী পণ্য হিসেবে, ভারট্যাক্সি কোম্পানি প্রদর্শিত এম১-চালিত বাস্তব বিমান বিশ্বের সামনে প্রথম প্রকাশ করা হয়। ফলে কোম্পানিটি অনেকের মনোযোগ আকর্ষণে সক্ষম হয়।
এই বিমানটি এবারের সিআইআইইতে সবচেয়ে বড় প্রদর্শনী বস্তু, যার মোট দৈর্ঘ্য ১০ মিটার এবং এর ১৫ মিটার প্রশস্ত ডানা রয়েছে। এটি বৈদ্যুতিক শক্তিতে চালিত যান। এর উড্ডয়ন ও অবতরণের জন্য রানওয়ের প্রয়োজন হয় না। এটি মাত্র একবার চার্জে ২৫০ কিলোমিটার উড়তে পারে এবং প্রতি ঘন্টায় ২০০ কিলোমিটার গতিসম্পন্ন। আরও গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, ইভটল বৈদ্যুতিক ড্রাইভ ও বিতরণ করা পাওয়ার সিস্টেম ব্যবহার করে, যা এর যান্ত্রিক কাঠামোকে খুব সহজ করে তোলে। ফলে এর উত্পাদন ও রক্ষণাবেক্ষণ খরচ কম। বাণিজ্যিকভাবে উত্পাদন করা হলে, এর ব্যয় হেলিকপ্টারের চেয়ে প্রায় ১৫ শতাংশ কম হবে বলে আশা করা হচ্ছে। এই ধরনের খরচ মূল্যের উপর ভিত্তি করে ভবিষ্যতে উড়ন্ত ট্যাক্সিতে চড়া সবার জন্য সহজতর হবে।
ষষ্ঠ সিআইআইইতে, এই কোম্পানিটি ছিল একমাত্র কম উচ্চতার অর্থনীতির প্রদর্শক। কিন্তু সপ্তম সিআইআইইতে কম উচ্চতা অর্থনীতি আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। ভলেনট কোম্পানি ১৬৫টিরও বেশি অর্ডার পেয়েছে, যার অর্থমূল্য ৩৫ কোটি ইউয়ানের বেশি। ফুইন ফাইন্যান্সিয়াল লিজিংয়ের সাথে ভার্টিক্স কোম্পানি একটি কৌশলগত সহযোগিতার ঘোষণা দিয়েছে।
চীনা বাজারের পাশাপাশি, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসংশ্লিষ্ট বিভিন্ন দেশ ও অঞ্চলগুলোতে ‘কম উচ্চতা অর্থনীতি’র চাহিদাও বিবেচ্য। সম্প্রতি, শাংহাই টিক্যাপ টেকনোলজি এবং সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলো একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। মোদ্দাকথা, ‘কম উচ্চতা অর্থনীতি’ ক্রমশ সামনে এগিয়ে যাচ্ছে।