যে কারণে পান্ডা বিশ্বজুড়ে জনপ্রিয়
সম্প্রতি, কোরিয়ান ট্রাভেল এজেন্সি ও মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি ট্যুর গ্রুপ চীনের সিছুয়ান প্রদেশ পরিদর্শন করে। তাদের ভ্রমণের উদ্দেশ্য ছিল, একটি পান্ডা "ফুপাও" দেখা। ফুাপও কিছু সময় আগে চীনে ফিরেছে। দক্ষিণ কোরিয়ায় জন্ম নেওয়া প্রথম পান্ডা হিসেবে কোরিয়ানদের মধ্যে ‘ফুপাও’ খুবই জনপ্রিয়। দুটি পান্ডা ২০১৬ সালে চীন থেকে ১৫ বছরের লিজে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছিল। ফুপাও জন্মের সাথে সাথেই দক্ষিণ কোরিয়ার সোশ্যাল মিডিয়ায় দ্রুত একজন ইন্টারনেট সেলিব্রিটি হয়ে ওঠে। কোভিড-১৯ মহামারী চলাকালে মানুষের জন্য আনন্দের উত্স ছিল সে।
পান্ডাদের সুন্দর চেহারা দেখে বিদেশীরা চীনের জাতীয় চরিত্র অনুভব করতে পারেন। অনন্য জৈবিক বৈশিষ্ট্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক অর্থসমৃদ্ধ পান্ডারা গোটা চীনা জাতির পছন্দের প্রাণী; চীনের "সুন্দর কূটনীতিক"।