বাংলা

যে কারণে পান্ডা বিশ্বজুড়ে জনপ্রিয়

CMGPublished: 2024-07-17 18:03:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের "জাতীয় ধন" পান্ডা তাদের সুন্দর চেহারার কারণে সারা বিশ্বে জনপ্রিয়। এটি চীনা জনগণের প্রিয় প্রাণীদের মধ্যে একটি। এটি চীনের বন্ধুত্বপূর্ণ ও উন্মুক্ত রূপের বহিঃপ্রকাশও বটে।

পান্ডাদের আরও ভালোভাবে রক্ষা করার জন্য, দক্ষিণ-পশ্চিম চীনের পান্ডাদের হোমটাউন সিছুয়ান প্রদেশের ওয়েস্ট চায়না নরমাল ইউনিভার্সিটির জায়ান্ট পান্ডা কলেজ, এই শরতে ৫০ জন স্নাতক ছাত্রকে ভর্তি করবে, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থাপনা মেজর নিয়ে পড়ার জন্য। এটি বন্য পান্ডা নিয়ে গবেষণাকারী চীনের প্রথম, বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী বিশ্ববিদ্যালয়।

হংকংয়ের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের ২৭তম বার্ষিকী উদযাপনের জন্য, কেন্দ্রীয় সরকার হংকংকে একজোড়া পান্ডা দান করবে। এ নিয়ে তৃতীয়বারের মতো কেন্দ্রীয় সরকার হংকংকে একটি "জাতীয় ধন" উপহার দিতে যাচ্ছে। ২০ বছরেরও বেশি সময় ধরে, "আনআন' এবং "চিয়াচিয়া" থেকে "লেলে" এবং "ইংইং" পর্যন্ত, পান্ডাগুলো অনেক সুন্দর স্মৃতি বহন করেছে, চীনের মূল ভূভাগের সাথে হংকংয়ের বিশেষ বন্ধন সৃষ্টি করেছে এবং হংকংবাসীর পারিবারিক সদস্যে পরিণত হয়েছে। পান্ডাজোড়া আগামী পয়লা অক্টোবর হংকংয়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। হংকং এখন দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশ থেকে একজোড়া পান্ডাকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত।

যেহেতু পান্ডাগুলো অত্যন্ত জনপ্রিয় এবং প্রচুর অনন্য চীনা সাংস্কৃতিক উপাদান বহন করে, "পান্ডা কূটনীতি"-ও সাংস্কৃতিক বিনিময়ের উপায় হয়ে উঠেছে। পান্ডার শরীর শুধুমাত্র কালো ও সাদা, যা চীনের প্রাচীন ও রহস্যময় "তাই চি"-র প্রতীক। এ প্রতীক "সম্প্রীতি" ও ঐতিহ্যগত চিন্তার ধারক। পাশাপাশি, বিখ্যাত চলচ্চিত্র "কুং ফু পান্ডা" পান্ডা ও চীনা সংস্কৃতির নিখুঁত সংমিশ্রণের একটি উদাহরণ।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn