বাংলা

চীনা অর্থনীতির নতুন নীতিমালা বৈশ্বিক পুঁজির নতুন প্রবাহে নেতৃত্ব দেবে

CMGPublished: 2024-03-13 12:35:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ১৩: এ বছর চীনের দুই অধিবেশন সময়মতো আয়োজিত হয়েছে। বিশ্বের দৃষ্টি পুনরায় চীনের ওপর পড়েছে। চীনের রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দুই অধিবেশন কেবল যে চীনের ভবিষ্যতের উন্নয়নের সঙ্গে জড়িত , তা নয়; বরং এটি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।

এবারের দুই অধিবেশনে অর্থনৈতিক উন্নয়নে প্রধান প্রত্যাশিত লক্ষ্যগুলোতে বেশ গুরুত্বারোপ করা হয়েছে। এর মধ্যে চলতি বছর ‘জিডিপি’র লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ শতাংশ। এই লক্ষ্য কেবল যে চীনের অর্থনীতির স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নের প্রবণতা প্রতিফলিত করেছে, তা নয়; বরং চীনা অর্থনীতির নতুন নীতিমালা বৈশ্বিক পুঁজির নতুন প্রবাহে নেতৃত্ব দেওয়ার প্রতীকও বটে।

প্রথমত, এই লক্ষ্যের মধ্য দিয়ে চীনা অর্থনীতির দৃঢ়তা ও সুপ্তশক্তি তুলে ধরা হয়।

‘বৈশ্বিক অর্থনীতির ক্রমবর্ধমান অস্থিতিশীল পটভূমিতে, স্থিতিশীল প্রবৃদ্ধির প্রবণতা বজায় রেখেছে চীন। এর মধ্য দিয়ে চীনের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি এবং বিশাল বাজারের সুবিধার বিষয়টি প্রতিফলিত হয়। এই লক্ষ্য বাস্তবায়িত হলে চীনের অর্থনীতির রূপান্তর এগিয়ে নিতে এবং উচ্চমানের উন্নয়নে শক্তিশালী সমর্থন যোগাবে। সেই সঙ্গে, বৈশ্বিক পুঁজি বিনিয়োগকারীদের জন্য আরো বেশি সুযোগ এবং সহযোগিতার সম্ভাবনাও সৃষ্টি করবে এটি।’

দ্বিতীয়ত, চীনা অর্থনীতির নতুন নীতিমালার কার্যকর এই লক্ষ্য বাস্তবায়নে দৃঢ় নিশ্চয়তা দিয়েছে।

‘মেধাস্বত্ব রক্ষা জোরদার করা, সুসম্পূর্ণ বৈজ্ঞানিক ফলাফল রূপান্তর ব্যবস্থা গড়ে তোলা, নবোদিত শিল্প উন্নয়ন করা, অর্থনীতির আরও উন্মুক্তকরণ এবং ব্যবসায়িক পরিবেশ সর্বোচ্চ মানে উন্নয়ন করাসহ বিভিন্ন কৌশল সবই চীনের অর্থনীতির উচ্চগুণগত মানের উন্নয়নকে এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এগুলোর বাস্তবায়ন বাজারের চালিকাশক্তি চাঙ্গা করতে এবং শিল্পচেইনের মান বাড়াতে সহায়ক হবে।’

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn