চীনের বসন্ত উত্সব ও পরিবহনব্যবস্থা
অনেক জায়গায় বসন্ত উত্সবের সময় ভ্রমণের নতুন পদ্ধতি দেখা যাবে। সংশ্লিষ্ট বিশেষ বিভাগের অনুমান অনুযায়ী, এ বছরের বসন্ত উত্সবের সময় রেলপথ, সড়কপথ, বিমানপথ ও নৌপথে যাত্রীর সংখ্যা ১৮০ কোটি পার্সনটাইমস হবে। বাকি ৮০ শতাংশ ব্যক্তিগত গাড়িতে ভ্রমণ করবেন, যা হবে একটি নতুন রেকর্ড।
পরিবহন মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ব্যক্তিগত গাড়ির জন্য চলতি বছরও হাইওয়েতে কোনো টোল দিতে হবে না। তা ছাড়া, টোলহীন দিনের সংখ্যাও এবার আট দিনের জায়গায় নয় দিন হবে। সিচুয়ানের ছেংতু থিয়ানফু বিমানবন্দর স্টেশন হল চীনের প্রথম ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির উচ্চ-গতির রেল স্টেশন, যা বিমানবন্দর ও পাতাল রেলের নিচে দিয়ে যায়। স্টেশনটি ২৬ জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে চালু হয়।
এ ছাড়া, ২৫০০টিরও বেশি নতুন আন্তর্জাতিক ফ্লাইট ও ওভারটাইম চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বেশিরভাগ নতুন ফ্লাইট প্রতিবেশী দেশ ও অঞ্চলকেন্দ্রিক, যেমন দক্ষিণ-পূর্ব এশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া।
২০২৪ সালের বসন্ত উত্সবের সময়, চীনের রেলপথ মহামারি পর প্রথম স্বাভাবিকভাবে যাত্রী পরিবহন করবে। বসন্ত উত্সবের সময় দেশের পরিবহন খাত হাজার হাজার পরিবারকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। বসন্ত উত্সব হলো সবার উত্সব। জনগণ নিরাপদে ভ্রমণ করুক, নতুন বছরের জন্য বাড়ি ফিরে যাক এবং একটি সুখী, শান্তিপূর্ণ ও সুন্দর উত্সব হোক। মুক্তা, সিএমজি, বেইজিং থেকে।