চীনের বসন্ত উত্সব ও পরিবহনব্যবস্থা
জানুয়ারি ২৯: চীনের আসন্ন বসন্ত উত্সবকে সামনে রেখে, বিশেষ পরিবহন কার্যক্রম শুরু হয়ে গেছে। রেলপথ, বিমানপথ ও সড়কপথ নিয়ে গড়ে ওঠা চীনের সুবিধাজনক ও আধুনিক পরিবহনব্যবস্থা এখন চাঙ্গা। চীনারা এ সময় ভ্রমণ করতে পছন্দ করেন এবং ভ্রমণ থেকে আনন্দও পান। চীন সরকারের অনুমান অনুযায়ী, চলতি বছরের বসন্ত উত্সবের সময় মানুষ চলাচলের মাত্রা উল্লেখযোগ্যভাবে প্রাক-মহামারী পর্যায়কে ছাড়িয়ে যাবে। রেলপথ ও বেসামরিক বিমান চলাচল খাতে যাত্রীসংখ্যা ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করবে বলেও অনুমান করা হচ্ছে।
২০২৪ সালের বসন্ত উত্সবের সময়কালটা ২৬ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত বিস্তৃত। মোট ৪০ দিন। এ সময়কে সামনে রেখে অনেক এয়ারলাইন নিজেদের সক্ষমতা বাড়িয়েছে। যেমন, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বসন্ত উত্সবের সময় প্রতিদিন ৩২৮০টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করেছে, যা আগের বছরের চেয়ে ৪২ শতাংশ বেশি। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের চারটি সি-৯১৯ বড় বিমান এ সময়ে বেইজিং-শাংহাই ও বেইজিং-ছেংতু রুটে চলাচল করবে।
২০২৪ সালের বসন্ত উত্সবের সময় বিমানপথে ফ্লাইট ও যাত্রীর সংখ্যা ২০১৯ সালের বসন্ত উত্সবকে ছাড়িয়ে যাবে। চীনের বেসামরিক বিমান চলাচল ব্যুরোর অনুমান অনুযায়ী, ২০২৪ সালে বসন্ত উত্সবের সময়ে যাত্রীর সংখ্যা ৮ কোটি হবে, তা ইতিহাসের নতুন রেকর্ড। দৈনিক গড় যাত্রী সংখ্যা হবে ২০ লাখ, যা ২০১৯ সালের চেয়ে ৯.৮ শতাংশ বেশি।
এয়ারলাইনগুলোর পরিবহন-ক্ষমতা বাড়ছে, বসন্ত উত্সবেকে সামনে রেখে বিমানের টিকিট বুকিংয়ের সংখ্যাও বাড়ছে। বিমান চলাচল বিভাগের পরিসংখ্যান অনুসারে, বসন্ত উত্সবের আগের সপ্তাহে কিছু জনপ্রিয় রুটের এয়ার টিকিট প্রায় সম্পূর্ণ বিক্রি হয়ে যায়। যাই হোক, এটি লক্ষণীয় যে, বসন্ত উত্সবের সময় চীনের কোনো কোনো রেলপথে ছাড়কৃত মূল্যে টিকিট পাওয়া যায়। নিয়মিত ট্রেনের ভাড়া ২০ শতাংশের মতো কম এবং ইএমইউ ভাড়া ৩০ শতাংশের মতো কম।