বাংলা

২০২৩ সালে চীনে এক্সপ্রেস ডেলিভারি ১৩০০০ কোটি

CMGPublished: 2024-01-16 15:31:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছোট ছোট এক্সপ্রেস ডেলিভারি হাজার হাজার শহরের হাজার হাজার পরিবারকে ও শত শত শিল্পকে সংযুক্ত করে; অনলাইন ও অফলাইনে সংযুক্ত করে; এবং সরবরাহ ও চাহিদার মধ্যে সমন্বয়ের সূত্র গাঁথে।

আধুনিক শহর থেকে সীমান্তের গ্রাম পর্যন্ত, এক্সপ্রেস ডেলিভারি দিনে দিনে চীনা জনগণের জীবন বদলে দিয়েছে। বর্তমানে সারা দেশের তিন হাজারেরও বেশি সীমান্ত গ্রামে ডাক পরিষেবা চালু হয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৩৮০ মিটার উচ্চতায় অবস্থিত পোস্টবাক্সেও পরিষেবা সরবরাহ করা হয়। গ্রামে এক্সপ্রেস ডেলিভারির সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রতিদিন গড়ে ১০০ মিলিয়নেরও বেশি এক্সপ্রেস প্যাকেজ গ্রামে প্রবেশ করে ও গ্রাম থেকে অন্যত্র যায়। ইউয়েনথোং এক্সপ্রেসকে একটি উদাহরণ হিসাবে টানা যায়। প্রতি সপ্তাহে ৭ জোড়া এক্সপ্রেস শাটল বাস চীনের হাংচৌ ও উরুমুছি শহরকে সংযুক্ত করে এবং প্রতিটি গাড়িতে ২০ হাজারেরও বেশি প্যাকেজ থাকে।

শিল্প একীকরণের দিক থেকে এক্সপ্রেস ডেলিভারি কীভাবে নতুন শক্তিকে উদ্দীপিত করে? চীনের হ্যপেই প্রদেশের ছাংচৌ শহরে মেইলিং ও ডেলিভারি পরিষেবা শিল্পচেইন ও সাপ্লাই-চেইনের ফ্রন্ট-এন্ডকে একীভূত করেছে। এক্সপ্রেস ডেলিভারি সক্রিয়ভাবে ফ্যাক্টরিতে প্রবেশ করেছে। ফলে স্থানীয় “বিজনেস কার্ড” হিসেবে পরিচিত ক্রাফট গ্লাস বিদেশের ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি করা হয় এবং বার্ষিক ডেলিভারি’র সংখ্যা ৩০ মিলিয়নের বেশি।

স্টেট পোস্ট ব্যুরোর পরিচালক চাও ছোং চিউ বলেন, ২০২৪ সালে এক্সপ্রেস ডেলিভারি একটি স্থির ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখবে, প্রবৃদ্ধির হার প্রায় ৮ শতাংশ হবে বলে অনুমান করা হচ্ছে। “বুদ্ধিমান” তরঙ্গের আগমনের সাথে সাথে, প্রধান এক্সপ্রেস সরবরাহকারী দেশ হিসেবে চীন আরও শক্তিশালী হবে বলে বিশ্বাস করি।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn