বাংলা

২০২৩ সালে চীনে এক্সপ্রেস ডেলিভারি ১৩০০০ কোটি

CMGPublished: 2024-01-16 15:31:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ১৬: সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২৩ সালে চীনের এক্সপ্রেস ডেলিভারির সংখ্যা ছিল ১৩০০০ কোটির বেশি। আগে যেখানে বার্ষিক এক্সপ্রেস ডেলিভারির সংখ্যা হতো বছরে ১০০০ কোটি, সেখানে এখন মাসেই ১০০০ কোটি এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে। চীনের এক্সপ্রেস ডেলিভারি আধুনিক রসদ ক্ষেত্রে সবচেয়ে প্রতিনিধিত্বশীল শিল্পে পরিণত হয়েছে।

১৩০০০ কোটি ডেলিভারির তাত্পর্য বোঝাতে আমরা একটা তুলনা করতে পারি। যদি প্রতিটি প্যাকেজের গড় দৈর্ঘ্য ০.৩ মিটার হয়, তাহলে এসব প্যাকেজ একটার পর একটা রেখে সাজালে পৃথিবীর বিষুব রেখা প্রায় এক হাজার বার ঘুরতে হবে। অন্যভাবে বললে, মাথাপিছু এক্সপ্রেস ডেলিভারির সংখ্যা ৯০টিরও বেশি।

এক-একটি দ্রুতগতির এক্সপ্রেস ট্রাক, সময়মতো ডেলিভারি গ্রাহকের হাতে পৌঁছে যাওয়া—এসবই শুধুমাত্র এক্সপ্রেস ডেলিভারি শিল্পের বিকাশের দৃঢ় স্থিতিস্থাপকতাই প্রদর্শন করে না, বরং চীনের সুপার-বড় বাজারের বহিঃপ্রকাশও বটে। এতে আরও বোঝা যায় যে, চীনে ভোগ ক্রমাগত বাড়ছে এবং এর মান উন্নত হচ্ছে।

বিশ্বের অন্যান্য দেশের সাথেও এই ১৩০০০ কোটি এক্সপ্রেস ডেলিভারির একটা তুলনা করা যায়। এই সংখ্যা ২০২২ সালে যুক্তরাষ্ট্রের এক্সপ্রেস ডেলিভারির ৬ গুণ, জাপানের এক্সপ্রেস ডেলিভারির ১৪ গুণ, এবং ব্রিটেনের এক্সপ্রেস ডেলিভারির ২৫ গুণ। আর, এই সংখ্যা বিশ্বব্যাপী এক্সপ্রেস ডেলিভারির মোট সংখ্যার ৬০ শতাংশ তথা অর্ধেকেরও বেশি।

চীনে ২০১৪ সালে বার্ষিক এক্সপ্রেস ডেলিভারি’র সংখ্যা ১০০০ কোটি ছাড়ায় এবং ২০২১ সালে এই সংখ্যা ১০০০০ কোটি ছাড়িয়ে যায়। ২০২৩ সালের মার্চ থেকে চীনের মাসিক এক্সপ্রেস ডেলিভারি’র সংখ্যা ছিল গড়ে ১০০০ কোটির বেশি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn