বাংলা

২০২৩ সালে চীনে নানা মেলা আকৃষ্ট করেছে বিশ্বের কোম্পানীগুলোকে

CMGPublished: 2023-12-26 15:14:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডিসেম্বর ২৬: ২০২৩ সালে চীনে মেলার অর্থনীতি অভূতপূর্ব সমৃদ্ধি দেখিয়েছে। ক্যান্টন ফেয়ার ও চীন আন্তর্জাতিক আমদানি মেলা থেকে চীন পরিষেবা বাণিজ্য মেলা পর্যন্ত বিভিন্ন মেলা, এতে অংশগ্রহণ করতে এবং যৌথভাবে চীনের সুযোগ নিতে সারা বিশ্বের কোম্পানিগুলোকে আকৃষ্ট করেছে। এই আহ্বানে বিদেশী কোম্পানিগুলোও যোগ দিয়েছে এবং চীনের অর্থনৈতিক উন্নয়নের ভবিষ্যতকে ভালো চোখে দেখেছে। চীনের এই উষ্ণ ভূমিতে একটি বিস্তৃত বাজার অন্বেষণের জন্য উন্মুখ তারা।

হানিওয়েল এদের মধ্যে একটি। মার্কিন-অর্থায়নে পরিচালিত এন্টারপ্রাইজ হিসেবে চীনে হানিওয়েলের ব্যবসা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। হানিওয়েল এ বছর সক্রিয়ভাবে বিভিন্ন মেলায় অংশগ্রহণ করেছে, অনেক অংশীদারের সাথে সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেছে এবং ভবিষ্যতের উন্নয়নের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছে।

প্রতিষ্ঠানটি ১৩ বারের মতো ক্যান্টন ফেয়ারে অংশ নিয়ে; ৬ বারের মতো চীন আন্তর্জাতিক আমদানি মেলায় এবং প্রথমবারের মতো চীন আন্তর্জাতিক সরবরাহ চেইন মেলায় অংশ নিয়েছে। হানিওয়েলের চীন পক্ষের মহাপরিচালক ইউ ফোং ‘ফলপ্রসূ’ এই শব্দটি দিয়ে ২০২৩ সালে তাদের শিল্পপ্রতিষ্ঠানের মেলায় অংশগ্রহণের যাত্রা তুলে ধরেন।

তিনি মনে করেন, চীনের নানা মেলায় অংশগ্রহণের উদ্দেশ্য হলো নতুন অংশীদারের সঙ্গে পরিচয় করা, নতুন বাণিজ্যিক সুযোগ খুঁজে বের করা। চীনের অর্থনীতির উন্নয়নের ভবিষ্যত নিয়ে তিনি আশাবাদী। হানিওয়েলের মতে চীন বিশ্বের অন্যতম গতিশীল ও সম্ভাবনাময় বাজার এবং বিনিয়োগের সবচেয়ে যোগ্য বাজারও।

হানিওয়েলের মতো অধিক থেকে অধিকতর বিদেশি শিল্পপ্রতিষ্ঠান চীনের সুযোগগুলো নেওয়াকে ‘সঠিক বাছাই’ হিসেবে বিবেচনা করে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn