প্রসঙ্গ: ইয়াং জি নদীর ব-দ্বীপ অঞ্চল উন্নয়নে সি চিন পিংয়ের সর্বশেষ নির্দেশনা
শাংহাইয়ের উন্নয়ন সম্পর্কে তিনি জোর দিয়ে বলেন, শাংহাইকে এককভাবে উন্নত করলে চলবে না। দেশের ইয়াং জি নদীর ব-দ্বীপের উন্নয়নের সমগ্র কার্যক্রমের মধ্যেই শাংহাইয়ের উন্নয়নের কথা ভাবা উচিত। শাংহাইকে এ অঞ্চলের নেতৃস্থানীয় ভূমিকা পালন করতে হবে।
নতুন যুগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আঞ্চলিক সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছেন। তিনি ইয়াং জি নদীর ব-দ্বীপ অঞ্চলসহ নানা অঞ্চলকে গুণগত মানসম্পন্ন উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত করার নির্দেশনা দেন।
গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত ব-দ্বীপের উন্নয়ন সংক্রান্ত কর্মসভায় সি চিন পিং ‘বাস্তবভাবে বেগবান’ থেকে ‘গভীরভাবে বেগবানের’ কথা জোর দিয়ে বলেছেন এবং বলেছেন, গভীরভাবে এ অঞ্চলের উন্নয়ন বেগবান করতে হলে ‘একীকরণ ও গুণগত মান’-এর ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ দুই বিষয়কে কেন্দ্র করে তিনি চারটি সমন্বিত কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। সেগুলো হলো: বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিল্প খাতে সমন্বিত উদ্ভাবন; নেতৃস্থানীয় প্রতিষ্ঠানের ভূমিকা পালন এবং নিজের সুবিধা সমন্বিতভাবে ব্যবহার; হাডওর্য়ার আন্তঃসংযোগ; এবং পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সমন্বয়। এতে গত ৫ বছরের সাফল্য তুলে ধরার পাশাপাশি, পরবর্তী কালের পরিকল্পনা প্রকাশিত হয়েছে।
তিনটি প্রদেশ ও একটি শহরের ভিত্তিতে সারা চীনের উন্নয়নের কথা ভাবা হলো। সমগ্র দৃষ্টিকোণ থেকে এক অঞ্চলের উন্নয়ন এবং এক অঞ্চলের উন্নয়ন থেকে সমগ্র উন্নয়ন সাধন করা সহজ নয়। ইয়াং জি নদীর ব-দ্বীপ অঞ্চল এ ভারী দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে চলেছে।