প্রসঙ্গ: ইয়াং জি নদীর ব-দ্বীপ অঞ্চল উন্নয়নে সি চিন পিংয়ের সর্বশেষ নির্দেশনা
ইয়াং জি নদীর ব-দ্বীপ অঞ্চল বলতে বোঝায় শাংহাই, চিয়াংসু ও চেচিয়াং, ও আনহুই প্রদেশকে। আমাদের দর্শকদের কাছে সে সব প্রদেশ ও শহর পরিচিত হবার কথা। বিশেষ করে শাংহাইয়ের কথা মোটামুটি সবাই জানেন।
চীনের ৪ শতাংশ এ ভূমিতে ১০ শতাংশ জনসংখ্যার চার ভাগের এক ভাগ জিডিপি সৃষ্টি হয়। এ অঞ্চল চীনের অর্থনীতির সবচেয়ে প্রাণবন্ত এবং সবচেয়ে উচ্চ মানের উন্মুক্ত ও উদ্ভাবনশীল অঞ্চলগুলোর একটি। চলতি বছর এ ব-দ্বীপ অঞ্চল উন্নয়ন কৌশল প্রবর্তনের পঞ্চম বার্ষিকী। গত ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শাংহাই শহর পরিদর্শন করেন। ৩ ডিসেম্বর বেইজিং ফেরার পথে তিনি চিয়াংসু প্রদেশের ইয়ান ছেং শহর পরিদর্শন করেন। ৬ দিনব্যাপী পরিদর্শনে তিনি শাংহাই ফিউচার এক্সচেঞ্জ, শাংহাই বিজ্ঞান উদ্ভাবন প্রদর্শনী, মিনহাং ডিস্ট্রিক্ট-এর নতুন যুগের শহর নির্মাণকারী ও পরিচালনাকারীর হোম পরিদর্শন করেন। পাশাপাশি, তিনি একটি আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে শাংহাই-এর প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা সম্পর্কে জানতে, আন্তর্জাতিক বিজ্ঞান উদ্ভাবনকেন্দ্র নির্মাণের কাজ ও কম ভাড়ার আবাসন প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে খোঁজখবর নেন এর আগে গত ৩০ নভেম্বর তিনি শাংহাইয়ে ইয়াং জি নদীর ব-দ্বীপের একীকরণ উন্নয়নের কর্মসভায় সভাপতিত্ব করেন। এটি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের তিন বছর পর আবার এ অঞ্চলের উন্নয়নের জন্য বিশেষভাবে এক কর্মসভার আয়োজন।
স্থানীয় অঞ্চলে কর্মরত থাকাকাল থেকেই সি চিন পিং ব-দ্বীপের একীকরণ উন্নয়ন নিয়ে গভীরভাবে চিন্তা করেছিলেন। চেচিয়াং প্রদেশের উন্নয়ন সম্পর্কে তিনি চেচিয়াং প্রদেশের বাইরে থেকে ভেবে প্রস্তাব করেন। শাংহাই ও চিয়াংসুসহ প্রতিবেশী প্রদেশ ও শহরগুলোকে সংযুক্ত করে সহযোগিতা জোরদার এবং একে-অপরের সুবিধা কাজে লাগিয়ে ব-দ্বীপের একীকরণের প্রক্রিয়া বেগবান করার নির্দেশনা দেন তিনি।